ISRO আমাদের জীবনে নতুন বসন্ত এনে দিয়েছে: নরেন্দ্র মোদী

বিভিন্ন বিষয়ে নিজের নিজের কৃতিত্বের জন্য '২৯তম মন কি বাত'-এ দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতেই মহাকাশে নতুন কৃতিত্ব গড়়ার জন্য ISRO-কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, ISRO আমাদের জীবনে নতুন বসন্ত নিয়ে এসেছে।

Updated By: Feb 26, 2017, 05:18 PM IST
ISRO আমাদের জীবনে নতুন বসন্ত এনে দিয়েছে: নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক : বিভিন্ন বিষয়ে নিজের নিজের কৃতিত্বের জন্য '২৯তম মন কি বাত'-এ দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতেই মহাকাশে নতুন কৃতিত্ব গড়়ার জন্য ISRO-কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, ISRO আমাদের জীবনে নতুন বসন্ত নিয়ে এসেছে।

শুধু ISRO-র কৃতিত্বই নয়, দৃষ্টিহীন ক্রিকেটের T-20 বিশ্বকাপ জেতার জন্যও ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। স্বচ্ছ অভিযান নিয়ে আরও একবার আকজের বক্তব্য সাধারণ মানুষকে সচেতন করেন মোদী।

ISRO প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ''এই প্রথম মহাকাশে একসঙ্গে ১০৪টি উপগ্রহ স্থাপন করল ভারতের এই মহাকাশ কেন্দ্রটি। এটা বিশ্বে একটা রেকর্ড। আগামী দিনে আরও এই ধরনের রেকর্ড গড়বে ISRO।''

আরও পড়ুন- মণিপুরে নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

অন্যদিকে, নোট বাতিলের পর থেকেই ডিজিটাল লেনদেনের ওপর জোর দেওয়ার কথা বলে আসছেন নরেন্দ্র মোদী। আর আরও একবার সেই ডিজিটাল লেনদেন নিয়েই কথা বললেন 'মন কি বাত' অনুষ্ঠানে। তিনি বলেন, ''দেশের ডিজিটাল লেনদেন উল্লেখ‌যোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশের প্রত্যেকটি মানুষের উচিত অন্য একজনকে তা শিখিয়ে দেওয়া।''

শুধু তাই নয়, কৃষি ক্ষেত্রেও নতুন ভাবনার কথা আজকের বক্তব্যে বলেন মোদী। তাঁর কথায়, ''একদিকে যেমন কৃষি ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন, তেমনই তরুণ প্রজন্মকেও বিজ্ঞানের দিকে মনোনিবেশ করতে হবে। তবেই দেশ এগোতে পারবে। উন্নয়ন হবে।''

.