ছাত্রীদের 'অন্তর্বাস' বিতর্কে এবার ক্ষমা চাইল পুণের স্কুল কর্তৃপক্ষ

বৃহস্পতিবার একটি নোটিস জারি করে স্কুল কর্তৃপক্ষ জানায়, এই ধরনের সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

Updated By: Jul 5, 2018, 10:23 PM IST
ছাত্রীদের 'অন্তর্বাস' বিতর্কে এবার ক্ষমা চাইল পুণের স্কুল কর্তৃপক্ষ
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : ছাত্রীদের অন্তর্বাসের রঙ বেঁধে দিয়ে বিতর্কে জড়িয়েছিল পুণের নামজাদা স্কুল বিশ্বশান্তি গুরুকুল। এবার চাপের মুখে তাদের সেই সিদ্ধান্ত বদলের পাশাপাশি ক্ষমা চাইল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার একটি নোটিস জারি করে স্কুল কর্তৃপক্ষ জানায়, এই ধরনের সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এর ফলে ছাত্রী ও তাদের অভিভাবকরা মানসিক ভাবে আঘাত পেয়েছে।

নোটিসে বলা হয়েছে, কোনও ভাবেই ছাত্রীদের মানসিক আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তাই এই নির্দেশিকা জারি হওয়ার পরই তা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ছাত্রীদের অন্তর্বাসের রঙ বেঁধে দিল নামজাদা স্কুল!

প্রসঙ্গত, স্কুলটি নতুন শিক্ষাবর্ষের ডায়রিতে একটি নির্দেশিকা জারি করে ছাত্রীদের সাদা বা গায়ের রঙের অন্তর্বাস পড়তে বলে। সেই নির্দেশিকা মেনে চলার জন্যও ছাত্রীদের উপর স্কুল কর্তৃপক্ষ রীতিমতো চাপ সৃষ্টি করা শুরু করেছিল বলে অভিযোগ অভিভাবকদের।

এরপরই স্কুলের ওই নির্দেশিকা নিয়ে শুরু হয় চরম বিতর্ক। বৃহস্পতিবার কার্যত বাধ্য হয়েই সিদ্ধান্ত বদল করে স্কুল।

.