খোঁজ মিলছে না রাহুল গান্ধীর!

Updated By: Aug 8, 2017, 11:08 AM IST
খোঁজ মিলছে না রাহুল গান্ধীর!

ওয়েবডেস্ক : খোঁজ মিলছে না রাহুল গান্ধীর! কংগ্রেসের সহ সভাপতির খোঁজ মিলছে না, সেই খবর প্রকাশ করেই  পড়ল পোস্টার। তাও আবার উত্তর প্রদেশের আমেঠিতে। রিপোর্টে প্রকাশ, আমেঠিতে রাহুল গান্ধীর যে পোস্টার পড়েছে সেখানে লেখা হয়েছে, ‘আমেঠি লোকসভার সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই লোকসভা কেন্দ্রের কোনও উন্নয়নমূলক কাজই হয়নি। ওই কেন্দ্রের সাধারণ মানুষকে উন্নয়ন থেকে করা হয়েছে বঞ্চিত।’ ওই পোস্টারের নিচে লেখা হয়েছে, ‘আমেঠির সাধারণ মনুষ।’

আরও পড়ুন ঘরে ফ্রিজ, এসি রয়েছে? তবে সরকারি সব সুবিধা থেকে এবার আপনি বাদ!

চলতি মাসের প্রথম দিকে আমেঠির কৃষকদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য যে সমস্ত কৃষকদের জমি নেওয়া হয়েছে ওই এলকায়, তাঁদের সাহায্যেরও আশ্বাস দেন কংগ্রেসের সহ সভাপতি। শুধু তাই নয়, জাতীয় সড়ক সম্প্রসারণের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন রাহুল। কিন্তু, কে বা করা ‘রাহুল গান্ধীকে খুঁজে পাওয়া যাচ্ছে না’ বলে পোস্টার দিয়েছেন, সে বিষয়ে জানা যায়নি। প্রসঙ্গত, ২০১৪ সালে আমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই করেন বিজেপির স্মৃতি ইরানি। তবে, ওই কেন্দ্র থেকে শেষ পর্যন্ত রাহুল গান্ধীর কাছে পরাজিত হতে হন স্মৃতি।

আরও পড়ুন  জঙ্গিদের সঙ্গে পুলওয়ামার দ্রুবগ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এখনও গুলির লড়াই চলছে

 

.