ধর্ষণকাণ্ডে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণ রাহুল গান্ধীর। 

Updated By: Apr 13, 2018, 07:55 PM IST
ধর্ষণকাণ্ডে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদন: উন্নাও ও কাঠুয়ার ধর্ষণকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নীরবতাকে নিশানা করলেন রাহুল গান্ধী। দুটি ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চেয়ে চাপ বাড়ালেন কংগ্রেসের সভাপতি। তাঁর কথায়, ''দেশ অপেক্ষা করছে।'' 

রাহুল লেখেন, ''প্রধানমন্ত্রী আপনার নীরবতা একেবারেই মেনে নেওয়া যায় না।'' এরপর দুটি প্রশ্নও ছুড়েছেন তিনি। রাহুলের প্রশ্ন, ''মহিলা ও শিশুদের উপরে হিংসা বাড়ছে। এনিয়ে আপনার মত কী? কেন ধর্ষক ও হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার?''   

উন্নাও ও কাঠুয়ার ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে নয়া দিল্লিতে মোমবাতি মিছিল করেন রাহুল গান্ধী। পরে তিনি লেখেন, ''মহিলা ও শিশুদের উপরে অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন হাজার হাজার পুরুষ ও নারী। সকলকে ধন্যবাদ। এটা ব্যর্থ হবে না।''     

.