প্রধানমন্ত্রী 'বারে' যান, মুখ ফসকে বেঁফাস রাহুল গান্ধী
মুখ ফসকে গলদ রাহুল গান্ধীর।
নিজস্ব প্রতিবেদন: সংসদে বক্তব্য রাখার সময়ে মুখ ফসকে বড়সড় ভুল করলেন রাহুল গান্ধী। তারপরই অট্টহাস্যে ফেটে পড়েন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সাংসদরা।
নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সমালোচনা করতে গিয়ে শুক্রবার লোকসভার অধিবেশনে রাহুল গান্ধী বলেন, ''অব প্রধানমন্ত্রীজি বার মে জাতে হ্যাঁয়...।'' এরপরই হাসতে শুরু করেন বিজেপি সাংসদরা। নিজের ভুল দ্রুত শুধরে নিয়ে রাহুল গান্ধী বলেন, ''প্রধানমন্ত্রী বাইরে যান। মানে বিদেশ।'' প্রধানমন্ত্রী বিদেশ সফর নিয়ে আক্রমণ শানাতে গিয়ে 'বার' বলে ফেলেন কংগ্রেস সভাপতি। তবে দ্রুত ড্যামেজ কন্ট্রোল করে ফেলেন। ততক্ষণে অবশ্য হাসির রোল উঠে যায় অধিবেশনকক্ষে। প্রধানমন্ত্রীকেও অট্টহাস্যে ফেটে পড়তে দেখা যায়।
এদিন নরেন্দ্র মোদী ও বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন রাহুল গান্ধী। রাফাল চুক্তি নিয়ে কংগ্রেস সভাপতি দাবি করেন, ইচ্ছাকরেই সরকার চুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনছে না। সরকার যে গোপনীয়তার শর্তের দাবি করছে, তা ঠিক নয়। তিনি বলেন,''ফরাসী প্রেসিডেন্ট এমানুল মাঁকর আমাকে বলেছেন, বিমান ক্রয়ের চুক্তিতে গোপনীয়তার শর্ত নেই।''
Defence Minister said there is secrecy pact with France on Rafale deal. I personally met President of France and asked him if any such pact existed, he clearly said there is no pact: Rahul Gandhi in Lok Sabha #NoConfidenceMotion pic.twitter.com/i1j5g5Mtoc
— ANI (@ANI) July 20, 2018
পরে রাহুলের অভিযোগ খারিজ করে ফরাসী সরকার। তারা বিবৃতি দিয়ে জানায়, '২০০৮ সালে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে ফ্রান্স ও ভারত। তার জেরে আইনত তথ্য সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর দুই অংশীদার দেশ। তথ্য প্রকাশ্যে আসলে ভারত অথবা ফ্রান্সের প্রতিরক্ষা সামগ্রীর ব্যবহারিক দক্ষতা ও নিরাপত্তার উপরে প্রভাব পড়তে পারে। ২০১৬ সালে ২৩ সেপ্টেম্বরে ২৬ রাফাল বিমান কেনার চুক্তিতেও স্বাভাবিকভাবেই এই শর্ত রয়েছে।'
আরও পড়ুন-