অপরাধীর মতো আচরণ বন্ধ করুন, মোদীকে খোঁচা রাহুলের
নীরব মোদী আর্থিক দুর্নীতিকাণ্ডে ফের রাহুলের নিশানায় প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নীরব মোদীর কেলেঙ্কারিই নয়া হাতিয়ার রাহুল গান্ধীর। সেই অস্ত্রে শান দিয়ে প্রধানমন্ত্রীকে ফের বিঁধলেন কংগ্রেস সভাপতি।
বৃহস্পতিবার স্কুল পড়ুয়াদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা' করেছেন নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ তুলেই রাহুল গান্ধীর খোঁচা, ''কীভাবে পরীক্ষায় পাশ করতে হবে, তা নিয়ে পড়ুয়াদের সামনে ২ ঘণ্টা ধরে বলতে পারেন নরেন্দ্র মোদী। অথচ ২২ হাজার কোটি টাকার ব্যাঙ্কিং দুর্নীতি নিয়ে ২ মিনিটও মুখ খুলতে পারেন না।'' কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও নিশানা করেছেন রাহুল। তাঁর কথায়, ''মুখ লুকোচ্ছেন জেটলি। অপরাধীর মতো ব্যবহার করবেন না। মুখ খুলুন।''
PM Modi tells kids how to pass exams for 2 hrs, but won't speak for 2 mins on the 22,000Cr banking scam.
Mr Jaitley is in hiding.
Stop behaving as if you're guilty! Speak up. #ModiRobsIndia
— Office of RG (@OfficeOfRG) February 18, 2018
নীরব মোদী কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই জমে উঠেছে বিজেপি-কংগ্রেসের তরজা। ইউপিএ জমানার দিকে আঙুল তুলে দায় এড়াতে চাইছে নরেন্দ্র মোদীর দল। অন্যদিকে বিজেপিকে চাপে ফেলতে কংগ্রেস প্রশ্ন তুলেছে, কেন নীরব মোদীকে দেশ ছেড়ে পালাতে দেওয়া হল?
আরও পড়ুন- জনসংখ্যা নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টে দায়ের ৩টি জনস্বার্থ মামলা