'আমাকেও গ্রেফতার করুন', পোস্টার-কাণ্ডে মোদীকে চ্যালেঞ্জ Rahul-র

পোস্টারকাণ্ডে ১৩টির বেশি এফআইআর করেছে দিল্লি পুলিস। ধৃত ১৭। 

Updated By: May 16, 2021, 05:28 PM IST
'আমাকেও গ্রেফতার করুন', পোস্টার-কাণ্ডে মোদীকে চ্যালেঞ্জ Rahul-র

নিজস্ব প্রতিবেদন: মোদী বিরোধী পোস্টার দেওয়ার অভিযোগে অন্তত ১৭ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিস। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক মনোভাবের অভিযোগ তুলে সরব হয়েছেন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতারা। 'আমাকেও গ্রেফতার করা হোক' বলে টুইট করেছেন সনিয়া-তনয়। 

'মোদীজি আপনি আমাদের বাচ্চাদের টিকা কেন বিদেশে পাঠালেন?' পোস্টারের কথা টুইট করে রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্য,''আমাকেও গ্রেফতার করুন।'' 

রাহুলের পথেই সরব হয়েছেন কংগ্রেস নেতারা। অভিষেক মনু সিঙ্ঘভির (Abhishek Singhvi) কথায়,''আমি বিস্মিত ও হতবাক। কোন আইনে ও কীসের ক্ষমতায় পোস্টার দেওয়ার জন্য অটো চালক, মজদুর ও ছাপাখানা কর্মীদের গ্রেফতার করা হল। এটা উত্তরপ্রদেশের এক ব্যক্তির বাবাকে হারানোর অভিযোগের ঘটনার মতো। দেশে আইনব্যবস্থা ভেঙে পড়েছে।''    

পি চিদম্বরমের (P Chidambaram) টুইট,''ভারত স্বাধীন দেশ। মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। ব্যতিক্রম শুধু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না। সে কারণে পোস্টার দেওয়ার জন্য ২৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিস।'' 

তাঁর বাড়ির দেওয়ালে পোস্টার সাঁটানোর হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশের (Jairam Ramesh)। তাঁর কটাক্ষ,''প্রধানমন্ত্রীর সমালোচনা করে পোস্টার দেওয়া কি অপরাধ? মোদী দণ্ডবিধি চলছে ভারতে? অতিমারীর মাঝে কি বেকার হয়ে পড়ল দিল্লি পুলিস?''                    

পোস্টারকাণ্ডে ১৩টির বেশি এফআইআর করেছে দিল্লি পুলিস। অভিযুক্তদের বিরুদ্ধে আনা হয়েছে নাগরিক সম্পত্তি বিকৃতি আইনের ধারা। গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। 

আরও পড়ুুন- কোভিডের প্রথম ঢেউয়ের পর গাফিলতি করেছে সরকার: Mohan Bhagwat
 

.