নয়ডার অ্যাক্সিস ব্যাঙ্কে হানা আয়করের, রাজস্থান থেকে উদ্ধার ৩৫ লাখ টাকার নতুন নোট

ফের অ্যক্সিস ব্যাঙ্কে হানা। নয়ডার অ্যাক্সিস ব্যাঙ্কে হানা দিল আয়কর দফতর। খোঁজ মিলল ২০টি ভুয়ো অ্যাকাউন্টের। অ্যাকাউন্টগুলি থেকে ৬০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাঙ্ক আধিকারিকদের জেরা করছেন আয়কর অফিসাররা।

Updated By: Dec 15, 2016, 03:23 PM IST
নয়ডার অ্যাক্সিস ব্যাঙ্কে হানা আয়করের, রাজস্থান থেকে উদ্ধার ৩৫ লাখ টাকার নতুন নোট

ওয়েব ডেস্ক : ফের অ্যক্সিস ব্যাঙ্কে হানা। নয়ডার অ্যাক্সিস ব্যাঙ্কে হানা দিল আয়কর দফতর। খোঁজ মিলল ২০টি ভুয়ো অ্যাকাউন্টের। অ্যাকাউন্টগুলি থেকে ৬০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাঙ্ক আধিকারিকদের জেরা করছেন আয়কর অফিসাররা।

এর আগে ২৫ নভেম্বর অ্যাক্সিস ব্যাঙ্কের দিল্লি কাশ্মীর গেট ব্রাঞ্চে তল্লাশি অভিযান চালান আয়কর আধিকারিকরা। উদ্ধার হয় ৩.২৫ কোটি টাকা। এরপর অ্যাক্সিস ব্যাঙ্কের চাদনি চক ব্রাঞ্চেও তল্লাশি চালানো হয়।

অন্যদিকে, রাজস্থানে আটক করা হয়েছে দুজন ব্যবসায়ীকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ লাখ টাকা। তার মধ্যে ৩৫ লাখ টাকাই হল নতুন ২০০০-এর নোটে। বাকিটা খুচরো ১০০-র নোট।

আরও পড়ুন, পুত্রসন্তানের জন্ম দিতে না পারায় স্ত্রীর উপর অত্যাচার আইনজীবীর (দেখুন ভিডিও)

.