দূরপাল্লার ট্রেনে ঘুমানোর সময় কমিয়ে দিল রেল

Updated By: Sep 17, 2017, 03:55 PM IST
দূরপাল্লার ট্রেনে ঘুমানোর সময় কমিয়ে দিল রেল

ওয়েব ডেস্ক: দূরপাল্লার ট্রেনে যাত্রীদের জন্য রাতে ঘুমানোর সময় কমিয়ে দিল ভারতীয় রেল। নতুন নির্দেশিকা অনুসারে রাতে এক ঘণ্টা কম ঘুমাতে পারবেন যাত্রীরা। মূলত স্লিপার ক্লাসে যাত্রীদের মধ্যে বিতণ্ডা থামাতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এতদিন দূরপাল্লার ট্রেন যাত্রায় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘুমানোর অধিকার থাকত যাত্রীদের। স্লিপার ও এসি থ্রি টায়ারে এই সময় মাঝের সিট ভাঁজ করে ঘুমানোর অধিকার থাকত যাত্রীদের। সাম্প্রতিক নির্দেশিকায় সেই সময় রাত ১০টা থেকে ভোর ৬টা করে দেওয়া হয়েছে। এর ফলে এখন রাত ১০টার আগে কুপের কেউ মিডল বা লোয়ার বার্থে ঘুমানোর দাবি জানাতে পারবেন না। 

তবে নির্দেশিকায় অসুস্থ, বিশেষভাবে সক্ষম ও গর্ভবতী যাত্রীদের জন্য সহযাত্রীদের থেকে সহযোগিতা আহ্বান করেছে রেল।

স্লিপার ক্লাস ও থ্রি টায়ারে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক রেলকর্তা। তাঁর কথায়, অনেক সময় দেখা যায় হাওড়া থেকে নয়া দিল্লি পর্যন্ত লোয়ার বার্থে ঘুমিয়ে যাচ্ছেন কোনও যাত্রী। ফলে তাঁর আসনে বসার ব্যবস্থা রয়েছে এমন দুজনের একজন আপার বার্থ থেকে নামতেই পারছেন না। অন্য জন উলটো দিকের আসনে কোনও রকমে গাদাগাদি করে বসে রয়েছেন।

.