বাতানকুল সফরে পরিচয়পত্র আবশ্যিক করল রেল

ট্রেনের টিকিটে দালালরাজ রুখতে নয়া উদ্যোগ নিল রেল। এবার বাতানকুল কামরায় সফর করতে গেলে প্রামান্য পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে যাত্রীদের।

Updated By: Jan 18, 2012, 07:42 PM IST

ট্রেনের টিকিটে দালালরাজ রুখতে নয়া উদ্যোগ নিল রেল। এবার বাতানকুল কামরায় সফর করতে গেলে প্রামান্য পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে যাত্রীদের। বুধবার রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাতানকুল কামরার যাত্রীদের টিকিট ছাড়াও সঙ্গে রাখতে হবে ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডের মতো যে কোনও একটি প্রামান্য পরিচয়পত্র। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম লাঘু হচ্ছে। এই নতুন নিয়মে বাতানকুল কামরায় টিকিটে দালালরাজ বা কালো বাজারি বন্ধ করা যাবে বলেই মনে করছে রেল। অনেক ক্ষেত্রেই এক যাত্রীর নামে বুক করা টিকিটে অন্য যাত্রী সফর করেন। এর পিছনে টিকিটের কালো বাজারি কাজ করে। তাই পরিচয়পত্র সঙ্গে থাকলে, এক যাত্রীর নামে বুক করা টিকিটে অন্য যাত্রী সফর করতে পারবেন না বলেও রেল সূত্রে জানানো হয়েছে। তবে বাতানকুল কামরা ছাড়া সাধারণ কামরার ক্ষেত্রেও এই নিয়ম চালু করা হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

.