আবহাওয়ার পরিবর্তনে পৃথিবীর বুকে বাড়বে বৃষ্টির পরিমাণ!
ওয়েব ডেস্ক : আবহাওয়ায় পরিবর্তন নাটকীয় ভাবে পৃথিবীর বুকে বাড়িয়ে তুলতে পারে বৃষ্টির পরিমাণ। সেই সঙ্গে জমির নাট্রোজেনের মাত্রাকে নষ্ট করে দিতে পারে। এর ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব পড়বে প্রাণীকূলের ওপর।
গত কয়েকদিন ধরে প্রব বর্ষণে বিপযস্ত ভারতের পূর্ব থেকে পশ্চিম। বানভাসি একাধিক রাজ্য। শুধু ভারতেই নয় এই ধরনের সমস্যা একাধিক দেশে দেখা দিয়েছে। সময়ে যতটা বৃষ্টি হওয়া দরকার কোনও কোনও জায়গায় তার থেকে কম হচ্ছে। আবার বেশির ভাগ জায়গাতেই বৃষ্টির পরিমাণ এতটাই বেশি হচ্ছে যে মাঝেমধ্যেই বানভাসি হয়ে পড়ছেন সেই দেশের বাসিন্দারা।
এই অবস্থায় কয়েকটি দেশের আবহাওয়া নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। ২১টি আবহাওয়া অঞ্চলকে বেছে নিয়ে চলে এই সমীক্ষা। অবশেষে দুটি সময়কালকে বেছে নিয়ে পেশ করা হয় এই রিপোর্ট। একটি স্বল্প মেয়াদি ২০৩১ থেকে ২০৬০ সাল। অপরটি ২০৭১ থেকে ২১০০ সাল। বলা হয়েছে, যেভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটে চলেছে তাতে, প্রত্যেক বছর বৃষ্টির পরিমাণ ক্রমাগত বেড়েই চলবে। কমবে মাটির নাইট্রোজেনের পরিমাণ।
আরও পড়ুন- বাতিল হচ্ছে না ২০০০-এর নোট, আসছে নতুন ২০০ টাকার নোট