আজ দিল্লিতে মাওবাদী অধ্যুষিত ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথ সিংয়ের
আজ দিল্লিতে মাওবাদী অধ্যুষিত ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় থাকবেন রাজ্য পুলিসের ডিজি সুরজিত্ কর পুরকায়স্থ এবং স্বরাষ্ট্রসচিব মলয় দে। সুকমায় মাওবাদী হামলার পর পাল্টা অভিযানের কৌশল ঠিক করতেই এই বৈঠক।
![আজ দিল্লিতে মাওবাদী অধ্যুষিত ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথ সিংয়ের আজ দিল্লিতে মাওবাদী অধ্যুষিত ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথ সিংয়ের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/08/85169-rajnath8-5-17.jpg)
ওয়েব ডেস্ক: আজ দিল্লিতে মাওবাদী অধ্যুষিত ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় থাকবেন রাজ্য পুলিসের ডিজি সুরজিত্ কর পুরকায়স্থ এবং স্বরাষ্ট্রসচিব মলয় দে। সুকমায় মাওবাদী হামলার পর পাল্টা অভিযানের কৌশল ঠিক করতেই এই বৈঠক।
আরও পড়ুন আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি
এদিকে রাজ্যের তিন জেলা যে মাওবাদী উপদ্রুত নয়, কেন্দ্রের এই যুক্তি মানতে নারাজ রাজ্য। ছত্তিসগড়ে মাওবাদী অভিযানকে আরও জোরদার করকে রাজ্যের ওই তিন জেলা থেকে বাহিনী প্রত্যাহারের যে সম্ভাবনা তৈরি হয়েছে, মাও বৈঠকে তারও বিরোধিতা করবেন রাজ্যের প্রতিনিধিরা।
আরও পড়ুন দিল্লি বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচল দুটি বিমান