বিজেপির সঙ্গে জোটে যেতে রাজি রামবিলাস পাসোয়ান

লোকসভা ভোটে সম্ভবত বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে লোকজন শক্তি পার্টি। আজ এলজেপি নেতা রামবিলাস পাসোয়ান জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়াতেই বিকল্পের খোঁজে নেমেছেন তিনি। কে সেই বিকল্প? তা অবশ্য জানাননি। কিন্তু তৃতীয় ফ্রন্ট নিয়ে মোটেও আগ্রহী নন। ঘনিষ্ঠ মহলের মতে, বিজেপির সঙ্গে জোট গড়া নিয়েও খানিকটা দ্বিধাগ্রস্ত রামবিলাস পাসোয়ান। বিজেপির সঙ্গে গেলে ধাক্কা খেতে পারে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি। এটাই ভাবাচ্ছে রামবিলাস পাসোয়ানকে।

Updated By: Feb 26, 2014, 07:32 PM IST

লোকসভা ভোটে সম্ভবত বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে লোকজন শক্তি পার্টি। আজ এলজেপি নেতা রামবিলাস পাসোয়ান জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়াতেই বিকল্পের খোঁজে নেমেছেন তিনি। কে সেই বিকল্প? তা অবশ্য জানাননি। কিন্তু তৃতীয় ফ্রন্ট নিয়ে মোটেও আগ্রহী নন। ঘনিষ্ঠ মহলের মতে, বিজেপির সঙ্গে জোট গড়া নিয়েও খানিকটা দ্বিধাগ্রস্ত রামবিলাস পাসোয়ান। বিজেপির সঙ্গে গেলে ধাক্কা খেতে পারে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি। এটাই ভাবাচ্ছে রামবিলাস পাসোয়ানকে।

কোন পথে বিহার? আসন্ন লোকসভা ভোটে কে কার হাত ধরছে,এই নিয়েই হাজারো জল্পনা। দড়ি টানাটানি শুরু হয়েছে রামবিলাস পাসোয়ানকে ঘিরে।লোকসভায় তাঁর দলের সাংসদ না থাকলেও একটাই কারণে রামবিলাস পাশোয়ানকে পেতে মরিয়া বিজেপি-কংগ্রেস। সেটা হল এলজেপির ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি। লোকজনশক্তি পার্টির এই ইউএসপিকেই কাজে লাগাতে প্রথম থেকে তত্‍পর ছিল কংগ্রেস। কিন্তু আসন রফা চূড়ান্ত না হওয়ায় বিকল্প খুঁজছেন রামবিলাস পাসোয়ান।

তাহলে কি কংগ্রেস ছেড়ে বিজেপির দিকেই ঝুঁকছেন রামবিলাস? তেমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। তবে বিজেপির সঙ্গে জোট নিয়ে দ্বিধাও রয়েছে লোকজনশক্তি পার্টির। দুহাজার দুই সালে গুজরাট হিংসায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে সরব হয়েই এনডিএ ছেড়েছিলেন রামবিলাস পাসোয়ান। তারপরের দুটি লোকসভা ভোটে তিনি ইউপিএ শরিক। সেই মোদী এবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ফলে বিজেপির হাত ধরলে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ধাক্কা খেতে পারে। সেটা আঁচ করেই সাফাই দিয়েছেন রামবিলাস পাসোয়ান।

পাসোয়ানের শিবির অবস্থান বদলের ইঙ্গিতকে কটাক্ষ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার। পাসোয়ানকে পাশে পাওয়ার চেষ্টা চালিয়েছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।

পাসোয়ানকে পাশে পাওয়ার জন্য বেশকিছুদিন ধরেই সলতে পাকাচ্ছে বিজেপি। বৈঠক করেছেন রবিশঙ্কর প্রসাদ। ফোনে কথা হয়েছে শাহনওয়াজ হুসেনের সঙ্গে। কংগ্রেসের সঙ্গে রফাচলাকালীন তলে তলে বিজেপির সঙ্গে আসন রফা নিয়েও দরকষাকষি চালাচ্ছিলেন রামবিলাস পাসোয়ান। বিহারে নয়টি আসনের দাবি জানালেও বিজেপি সাতটি আসন ছাড়তে রাজি। এলজেপির দলিত সংখ্যালঘু ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই ময়দানে নেমেছে বিজেপি। এলজেপি বিজেপির হাত ধরলে পায়ের তলার মাটি কিছুটা হারাবে কংগ্রেস-আরজেডি।

.