ফিক্সড ডিপোজিটে সুদ কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Updated By: Oct 3, 2017, 07:22 PM IST
ফিক্সড ডিপোজিটে সুদ কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ওয়েব ডেস্ক: ফিক্সড ডিপোজিটে (স্থায়ী আমানত) ০.২৫ শতাংশ সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১ কোটি টাকার নীচের অঙ্ক ১ বছর বা তার কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে তার উপর এই কম হারের সুদ প্রযোজ্য হবে। অক্টোবরের ১ তারিখ থেকেই চালু হয়ে গেছে এই নিয়ম।

নতুন সুদের হার অনুযায়ী, ১ বছর পর্যন্ত মেয়াদে রাখা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পূর্বের ৬.৭৫ শতাংশের বদলে ৬.৫০ শতাংশ সুদ মিলবে। একই রকমভাবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও ৭.২৫ থেকে কমিয়ে সুদের হার ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্ববৃহত্ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটি।

১ অক্টোবর থেকে এসবিআই তার বেস রেট ৯ শতাংশ থেকে কমিয়ে ৮.৯৫ শতাংশ করেছে। কিন্তু ১ বছর মেয়াদের ঋণের ক্ষেত্রে মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট (এমসিএলআর) ৮ শতাংশই রাখা হয়েছে।

 

.