ভোটার তালিকা থেকে নাম কাটা গেল অটল বিহারীর

Updated By: Sep 28, 2017, 07:44 PM IST
ভোটার তালিকা থেকে নাম কাটা গেল অটল বিহারীর

নিজস্ব প্রতিবেদন: লখনউ পুরনিগমের ৯২/৯৮-১ বাসমন্দির বাড়িটা একসময় সদা গমগম করত বহু মানুষের উপস্থিতিতে। যাকে কেন্দ্র করে এত মানুষের আনাগোনা দেখেছে ওই বাড়ি, এবার সেই গৃহকর্ত্তার  নামই কাটা পড়ল স্থানীয় ভোটার তালিকা থেকে। গৃহস্বামী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি দীর্ঘকাল ধরে ওই এলাকায় না থাকায় এবং স্থানীয় এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ না করায় তাঁর নাম কেটে দেওয়া হয়েছে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে।

নির্বাচন কমিশনের জোনাল অফিসারের কথায়, লখনউ পুরনিগমের বাবু বেনারসী দাস ওয়ার্ডের ভোটার অটল বিহারী বাজপেয়ী ওই এলাকা থেকে শেষ ভোট দিয়েছিলেন ২০০০ সালে। ২০০৪-এর লোকসভা ভোট থেকে তিনি আর তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন না এবং দীর্ঘদিন ধরে তিনি দিল্লির বাসিন্দা। ৬-এ ল্যুটিয়েন্স জোনই এখন তাঁর ঠিকানা। আর ৯২/৯৮-১ বাসমন্দির স্মৃতি বিজড়িত বাড়িটা এখন কিষাণ সংঘের কার্য্যালয়। ফলে এইসব কারণেই লখনউ পুরনিগম এলাকা থেকে ভোটাধিকার খোয়াতে হল প্রাক্তন প্রধানমন্ত্রীকে, এমনটাই মনে করা হচ্ছে।

.