হঠাৎ তৃণমূলের এই তাবড় নেতাকে তলব সিবিআইয়ের

দেশজুড়ে নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করে আন্দোলনে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল দলনেত্রীর নির্দেশে দিল্লিতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসাদরাও। রাজ্যসভায় ডেরেক, লোকসভায় সুদীপ, এই জোড়া ফলাতেই মোদীকে বিঁধেছেন মমতা। এবার কী তবে পাল্টা চাল কেন্দ্রের? রোজভ্যালি কাণ্ডে হঠাৎ সিবিআই ডেকে পাঠাল তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই পদক্ষেপকে প্রতিহিংসার রাজনীতি বলেই ব্যাখ্যা করেছেন। সিবিআই তলবে কলকাতার ভবানীভবনেও যাবেন না সাংসদ সুদীপ, আপাতত তেমনটাই জানিয়েছেন তিনি। আরও পড়ুন- ফের সিদ্ধান্ত বদল RBI-এর, ৩০ ডিসেম্বর পর্যন্ত যত খুশি টাকা জমা দেওয়া যাবে

Updated By: Dec 21, 2016, 04:23 PM IST
হঠাৎ তৃণমূলের এই তাবড় নেতাকে তলব সিবিআইয়ের

ওয়েব ডেস্ক: দেশজুড়ে নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করে আন্দোলনে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল দলনেত্রীর নির্দেশে দিল্লিতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসাদরাও। রাজ্যসভায় ডেরেক, লোকসভায় সুদীপ, এই জোড়া ফলাতেই মোদীকে বিঁধেছেন মমতা। এবার কী তবে পাল্টা চাল কেন্দ্রের? রোজভ্যালি কাণ্ডে হঠাৎ সিবিআই ডেকে পাঠাল তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই পদক্ষেপকে প্রতিহিংসার রাজনীতি বলেই ব্যাখ্যা করেছেন। সিবিআই তলবে কলকাতার ভবানীভবনেও যাবেন না সাংসদ সুদীপ, আপাতত তেমনটাই জানিয়েছেন তিনি। আরও পড়ুন- ফের সিদ্ধান্ত বদল RBI-এর, ৩০ ডিসেম্বর পর্যন্ত যত খুশি টাকা জমা দেওয়া যাবে

 

এখন প্রশ্ন, হঠাৎ রোজভ্যালি কাণ্ডে ডাক পড়ল কেন তৃণমূল সাংসদের? নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের একরোখা আন্দোলন নাকি সত্যিই 'ডাল মে কুছ কালা হে'? এই আশঙ্কার উত্তর দেবে সময়ই। আরও পড়ুন- শীঘ্রই আসছে নতুন পঞ্চাশ টাকার নোট 

.