৮০০ কোটির কেলেঙ্কারিতে রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারির বাড়িতে তল্লাশি

একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৮০০ কোটি টাকা ঋণ নিয়ে বেপাত্তা ছিলেন রোটোম্যাক পেন কোম্পানির মালিক বিক্রম কোঠারি।

Updated By: Feb 19, 2018, 12:20 PM IST
৮০০ কোটির কেলেঙ্কারিতে রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারির বাড়িতে তল্লাশি

নিজস্ব প্রতিবেদন: নীরব মোদীর পর বিক্রম কোঠারি। ৮০০ কোটি টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে রোটোম্যাক পেন সংস্থার চেয়ারম্যান ও এমডি বিক্রম কোঠারির বিরুদ্ধে সোমবার এফআইআর দায়ের করল সিবিআই। তাঁর বাড়িতে চলছে তল্লাশি।

 

কোঠারির সঙ্গে তাঁর স্ত্রী ও পুত্রকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি।

৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৮০০ কোটি টাকা ঋণ নিয়ে এখন বেপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে রোটোম্যাক পেন কোম্পানির মালিক বিক্রম কোঠারি। সূত্রের খবর, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোঠারিকে ওই বিপুল টাকা ঋণ দিয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব বারোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক।

আরও পড়ুন- ফের ব্যাঙ্ক জালিয়াতি, এ বার ৮০০ কোটি টাকা বাগিয়ে বেপাত্তা রোটোম্যাক কর্তা

.