গো-রক্ষার নামে হিংসা বরদাস্ত নয়, চাই সর্বভারতীয় আইন : মোহন ভাগওয়াত

"গো-রক্ষার নামে কোনও ধরনের হিংসার ঘটনা ঘটলে, তা আসল কারণটাকেই অসম্মান করে। আইন মেনে চলতে হবে। যেকোনও মূল্যে বাঁচাতে হবে পশু। সারা দেশে তাই আইন করে নিষিদ্ধ করা হোক গো-হত্যা।" আজ ভগবান মহাবীরের জন্মজয়ন্তী উপলক্ষে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন মোহন ভাগওয়াত। গো-হত্যা রুখতে সর্বভারতীয় আইনের পক্ষে সওয়াল করেন RSS প্রধান।

Updated By: Apr 9, 2017, 05:37 PM IST
গো-রক্ষার নামে হিংসা বরদাস্ত নয়, চাই সর্বভারতীয় আইন : মোহন ভাগওয়াত

ওয়েব ডেস্ক : "গো-রক্ষার নামে কোনও ধরনের হিংসার ঘটনা ঘটলে, তা আসল কারণটাকেই অসম্মান করে। আইন মেনে চলতে হবে। যেকোনও মূল্যে বাঁচাতে হবে পশু। সারা দেশে তাই আইন করে নিষিদ্ধ করা হোক গো-হত্যা।" আজ ভগবান মহাবীরের জন্মজয়ন্তী উপলক্ষে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন মোহন ভাগওয়াত। গো-হত্যা রুখতে সর্বভারতীয় আইনের পক্ষে সওয়াল করেন RSS প্রধান।

সেইসঙ্গে আজ ভাগওয়াত গো-রক্ষার 'নামে' গোরক্ষকদের 'কাজকর্মের'ও সমালোচনা করেন। তাদের আইন মেনে চলার পরামর্শ দেন তিনি। সম্প্রতি রাজস্থানের আলোয়ারে গরুচোর সন্দেহে এক পশু ব্যবসায়ীকে পিটিয়ে মারে গোরক্ষকরা। এই ঘটনায় দেশজুড়ে দেখা দেয় বিতর্ক। যার আঁচ এসে লাগে সংসদের গায়েও।

আরও পড়ুন, পদত্যাগ করুন মোদী-হাসিনা! সভার মাঝেই বলে উঠলেন ঘোষক আধিকারিক...(দেখুন ভিডিও)

.