SBI-এ 'এই ৪টি অ্যাকাউন্টে,' 'মিনিমাম ব্যালেন্স' লাগে না!
![SBI-এ 'এই ৪টি অ্যাকাউন্টে,' 'মিনিমাম ব্যালেন্স' লাগে না! SBI-এ 'এই ৪টি অ্যাকাউন্টে,' 'মিনিমাম ব্যালেন্স' লাগে না!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/16/89283-lfjgkfkgfkfgkgkgk.jpg)
ওয়েব ডেস্ক : দেশজুড়ে ২০১৬ সালে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো টাকা ও দুর্নীতি রুখতেই এই উদ্যোগ বলে সরকারি তরফে জানানো হয়। এরপর বাজারে আসে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট। ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ব্যাঙ্কিং সহ একাধিক পরিষেবার ওপর জারি করা হয় বিশেষ কড়া পদক্ষেপ। ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক SBI-এর তরফেও গ্রাহকদের উদ্দেশ্যে জারি করা হয় বার্তা। প্রতিটি অ্যাকাউন্টে রাখতে হবে ন্যূনতম ব্যালেন্স। তবে, মেগা সিটি থেকে ছোট শহর...এমনকী গ্রামের ক্ষেত্রে সেই ব্যালেন্সের মাত্রায় রয়েছে রকমফের।
কিন্তু জানেন কি স্টেট ব্যাঙ্কে ৪ ধরনের অ্যাকাউন্ট আছে যেখানে আপনাকে নূ্যনতম ব্যালেন্স রাখতে হবে না?
চলতি মাসের শুরুতেই নিজের ৬২তম জন্মদিন পালন করেছে SBI। নতুন নতুন অফার নিয়ে ক্রমাগত গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটি। এ তো না হয় হল SBI সম্পর্কে কথা। কিন্তু, কোন চারটি অ্যাকাউন্ট জানেন কী?
আরও পড়ুন- ১৫৮১ জন 'অপরাধী'র ভোটে নির্বাচিত হবেন ভারতের রাষ্ট্রপতি
সবার প্রথমে এই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জন ধন অ্যাকাউন্টের কথা। এছাড়াও যে তিন ধরনের অ্যাকাউন্ট রয়েছে যাতে আপনাকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় না, সেগুলি হল-
১) স্মল সেভিংস অ্যাকাউন্ট-
৫০ হাজার টাকা পর্যন্ত জমা রাখা যায় এই অ্যাকাউন্টে। সুদের হার সেভিংস অ্যাকাউন্টের সমান। গ্রাহককে এখানে একটি ATM-cum-Debit card দেওয়া হয়। তবে তার জন্য কোনও বার্ষিক চার্জ বহন করতে হয় না। বছরে দফায় দফায় ১ লাখ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্টে জমা দেওয়া সম্ভব। আর এককালীন ১০ হাজার টাকার লেনদেন করা যায়।
২) বেসিক সেভিংস অ্যাকাউন্ট-
এই অ্যাকাউন্টটি থাকলে আপনাকে কোনও ন্যূনতম বা সর্বোচ্চ ব্যালেন্স রাখতে হয় না। তবে, এই ধরনের অ্যাকাউন্ট SBI-তে কোনও গ্রাহকের থাকলে, তিনি আর কোনও সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন না এক ব্যাঙ্কে। এমনকী আগেও অন্য কোনও অ্যাকাউন্ট থাকলে তা বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে।
৩) কর্পোরেট স্যালারি প্যাকেজ-
এই অ্যাকাউন্টটি সাধারণ ভাবে কর্পোরেট সংস্থাগুলির জন্য তৈরি। বেতন দেওয়ার ক্ষেত্রে এই অ্যাকাউন্ট সেই সংস্থার কর্তৃপক্ষ ও কর্মীদের সমানভাবে সাহায্য করে। এই অ্যাকাউন্টগুলি তৈরি করা থেকে তার রক্ষণাবেক্ষনের কাজ করে SBI। তাই দু'পক্ষই সমান ভাবে উপকৃত হয়। নেই কোনও ন্যূনতম টাকা রাখার বিষয়। SBI-এর ওয়েবসাইটে রয়েছে এই সংক্রান্ত নানা নিয়মাবলী।