আজ থেকে একাধিক খাতে লাগু SBI-এর নয়া চার্জ

আজ থেকে লাগু হচ্ছে SBI-এর নয়া চার্জ। ATM-এ টাকা তোলা থেকে, অনলাইনে লেনদেন, চেকবুক ইস্যু এবং আরও বিভিন্ন খাতে চালু হচ্ছে এই নয়া সার্ভিস চার্জ।

Updated By: Jun 1, 2017, 12:45 PM IST
আজ থেকে একাধিক খাতে লাগু SBI-এর নয়া চার্জ

ওয়েব ডেস্ক : আজ থেকে লাগু হচ্ছে SBI-এর নয়া চার্জ। ATM-এ টাকা তোলা থেকে, অনলাইনে লেনদেন, চেকবুক ইস্যু এবং আরও বিভিন্ন খাতে চালু হচ্ছে এই নয়া সার্ভিস চার্জ।

মূলত তিনটি ক্ষেত্রে চালু হচ্ছে নয়া সার্ভিস চার্জ। যারমধ্যে রয়েছে- ১) মোবাইলের মাধ্যমে তত্ক্ষণাত্ ইন্টারব্যাঙ্ক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা IMPS (ইমেডিয়েট পেমেন্ট সার্ভিস)। ২) বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোসিট বা BSBD অ্যাকাউন্টে লেনদেন। এবং ৩) SBI-এর মোবাইল অ্যাপ 'ব্যাঙ্ক বাডি'-র মাধ্যমে ATM লেনদেন।

দেখে নিন একনজরে,

আরও পড়ুন, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

.