ফেসবুক, হোয়াটসঅ্যাপ কী তথ্যের গোপনীয়তা রাখছে? জানতে চাইল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক: গ্রাহকদের তথ্য নিয়ে ফেসবুক ও হোয়াটস অ্যাপের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। তৃতীয়পক্ষের সঙ্গে তারা ব্যবহারকারীদের তথ্য বিনিময় করছে কিনা, তা হলফনামায় জানাতে হবে।
হোয়াটস অ্যাপ ও ফেসবুকের আইনজীবী কপিল সিব্বল ও অরবিন্দ দাতার আদালতকে জানিয়েছেন, তাঁরা কারও সঙ্গে তথ্য বিনিময় করছেন না। পরে সিব্বল জানান, লাস্ট সিন, টেলিফোন নম্বর ও মোবাইল সংক্রান্ত তথ্যই অন্যদের সঙ্গে ভাগ করছে হোয়াটস অ্যাপ ও ফেসবুক।
হোয়াটস অ্যাপের গোপনীয়তার নীতিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনকারী দাবি করেছেন, হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের তথ্য ফেসবুক ও অন্যান্য সংস্থাকে পাঠাচ্ছে। কেন্দ্র জানিয়েছে, তথ্য সুরক্ষিত রাখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি এন শ্রীকৃষ্ণের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্ট আসার পরে আইন তৈরি করা হবে। আইন করেই তথ্য সুরক্ষিত রাখার বন্দোবস্ত করবে সরকার। মামলার পরবর্তী শুনানি ২৮ নভেম্বর।
আরও পড়ুন, ৩১ সপ্তাহে গর্ভপাতে 'সুপ্রিম' সম্মতি পেল ১৩ বছরের ধর্ষিতা