সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর রায়, পৈতৃক সম্পত্তিতে 'খর্ব' পুত্রীর ক্ষমতা

মেয়েদের পৈতৃক সম্পত্তি লাভের অধিকার খর্ব করল সুপ্রিম কোর্ট। ২০০৫ হিন্দু উত্তরাধিকার আইন মোতাবেক পিতার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির অধিকার পাবেন মেয়ে। অর্থাৎ পিতার সম্পত্তির ওপর পুত্রের যা অধিকার রয়েছে সেই সমান অধিকার পাবে পুত্রীও। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ, ২০০৫ হিন্দু উত্তরাধিকার আইন তৈরি হওয়ার আগে যদি পিতা মারা গিয়ে থাকেন, সেক্ষত্রে পৈতৃক সম্পত্তির ভাগ পাবেন না মেয়েরা।

Updated By: Nov 3, 2015, 11:47 AM IST
 সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর রায়, পৈতৃক সম্পত্তিতে 'খর্ব' পুত্রীর ক্ষমতা

ওয়েব ডেস্ক: মেয়েদের পৈতৃক সম্পত্তি লাভের অধিকার খর্ব করল সুপ্রিম কোর্ট। ২০০৫ হিন্দু উত্তরাধিকার আইন মোতাবেক পিতার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির অধিকার পাবেন মেয়ে। অর্থাৎ পিতার সম্পত্তির ওপর পুত্রের যা অধিকার রয়েছে সেই সমান অধিকার পাবে পুত্রীও। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ, ২০০৫ হিন্দু উত্তরাধিকার আইন তৈরি হওয়ার আগে যদি পিতা মারা গিয়ে থাকেন, সেক্ষত্রে পৈতৃক সম্পত্তির ভাগ পাবেন না মেয়েরা।

হিন্দু পরম্পরা আইন, ১৯৫৬, অনুযায়ী কোনও মেয়েই পিতার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির মালিকানা পেতেন না। কেবল মাত্র যৌথ পরিবারের ক্ষেত্রেই একজন নারী তাঁর অধিকার পেতে পারতেন। কিন্তু ২০০৫ সালে এই আইনের পরিবর্তন করা হয়।

নুতন আইনে পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করতে পারবেন নারীরা। 'আইন তৈরি হওয়া পর্যন্ত পিতা জীবিত থাকলে তবেই কার্যকর হবে এই আইন' জানিয়ে দিল শীর্ষ আদালত।

 

.