কালো টাকা পুনরুদ্ধারে কেন্দ্রের আয়কর সংক্রান্ত নতুন স্কিম সফল

কালো টাকা পুনরুদ্ধারে কেন্দ্রের আয়কর সংক্রান্ত নতুন স্কিম হল সফল। এই স্কিমের আওতায় পয়ষট্টি হাজার দুশো পঞ্চাশ কোটি কালো টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। যারা কর ফাঁকি দিয়েছেন, তাদের আরও একটা সুযোগ দিতে, গত জুন মাসে INCOME DECLARATION SCHEME চালু করে কেন্দ্র।  

Updated By: Oct 1, 2016, 06:03 PM IST
কালো টাকা পুনরুদ্ধারে কেন্দ্রের আয়কর সংক্রান্ত নতুন স্কিম সফল

ওয়েব ডেস্ক: কালো টাকা পুনরুদ্ধারে কেন্দ্রের আয়কর সংক্রান্ত নতুন স্কিম হল সফল। এই স্কিমের আওতায় পয়ষট্টি হাজার দুশো পঞ্চাশ কোটি কালো টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। যারা কর ফাঁকি দিয়েছেন, তাদের আরও একটা সুযোগ দিতে, গত জুন মাসে INCOME DECLARATION SCHEME চালু করে কেন্দ্র।  

আরও পড়ুন ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টে একের পর এক পাঞ্চ লাইন বীরুর!

এই চারমাসের ছাত্রপত্র পেয়ে চৌষট্টি হাজারেরও বেশি করদাতা বকেয়া আয়কর জমা দিয়েছেন। জেটলি আশাবাদী, আরও বহু মানুষ এই স্কিমের সুযোগ নেবেন। এর ফলে কর ফাঁকি দিয়ে কালো টাকা জমানোর প্রবণতাও কমবে।

আরও পড়ুন  প্রথমাতেই কল্লোলিনী তিলোত্তমা জুড়ে গিয়েছে মায়ের আঁচলে

.