এক্সিট পোলের পরই শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছিল। ফল প্রকাশ পেতেই সেই শেয়ার বাজারে রেকর্ড হল। রবিবারে চার রাজ্যে বিজেপির বড় জয়ের পর শেয়ার বাজারে প্রভাব পড়ল। বাজার খুলতেই সেনসেক্স ৪৮৭ পয়েন্ট বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করে। নিফটিও ৬৪০০ সূচক ছুঁয়ে ফেলে।
ডলারের নিরিখে ৩৮ পয়সা বেড়ে টাকার দাম দাঁড়িয়েছে ৬১ টাকা ২ পয়সা৷ অন্যদিকে, কমেছে সোনা-রুপোর দাম৷ বিশেষজ্ঞদের ধারণা, চার রাজ্যে ভোটের ফলের প্রভাবেই
সেনসেক্স এর আগে ৩ নভেম্বর, ২০১৩ নতুন রেকর্ড গড়েছিল ২১,৩২১.৫৩ সূচকে পৌঁছে যায়। যেখানে নিফটি ২০০৮, জানুয়ারিতে সর্বোচ্চ ৬৩৫৭ তে পৌচ্ছিয়েছিল। আজকে ডলার পিছু টাকার দাম দাঁড়ায ৬০.৮৪। গত শুক্রবার ৬১.৪১তে বন্ধ হয়েছিল।
শেয়ার বাজারে নতুন রেকর্ড হওয়ার পিছনে গতকালের রাজনৈতিক পালাবদলের ছায়াই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিজেপি-র জয়ের প্রভাবে শেয়ার বাজারে রেকর্ড উত্থান