কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্প্রসারণের অনুষ্ঠানে ডাক না পেয়ে স্তম্ভিত শিবসেনা প্রধান!

Updated By: Sep 2, 2017, 09:07 PM IST
কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্প্রসারণের অনুষ্ঠানে ডাক না পেয়ে স্তম্ভিত শিবসেনা প্রধান!

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন সফরের আগে রবিবারই রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ১০ জনের বেশি মন্ত্রী শপথ নেবেন বলে খবর। জল্পনা রয়েছে বিজেপির নতুন জোটসঙ্গী এআইএডিএমকে ও জেডিইউ এই মন্ত্রিসভায় যোগ দিতে পারে। যদিও, কারা কারা নতুন মন্ত্রী হচ্ছেন সেবিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি কেন্দ্রের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে প্রথমে জেডিইউ ও এবার শরিক শিবসেনার দাবি, রবিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তাদের কিছুই জানানো হয়নি।   

শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে বলেন, মন্ত্রিসভায় সম্প্রসারণের বিষয়ে সরকারি ভাবে আমাদের কিছুই জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে আমরা সংবাদমাধ্যম মারফত্ জানতে পেরেছি। তাঁর গলায় রীতিমতো ক্ষোভের সুর শোনা যায়। তাঁর কথায়, ''আমরা ক্ষমতা চাইতে যাইনি। তবে, বিষয়টি যথেষ্টই অপমানের।'' প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিবসেনার একমাত্র প্রতিনিধি ভারী শিল্পমন্ত্রী অনন্ত গীতে।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় কিছুটা স্তম্ভিত সদ্য এনডিএ শরিক হওয়া জেডিইউ প্রধান নীতীশ কুমারও। তিনিও একইরকম ভাবে দাবি করেন, গোটা বিষয়টি সংবাদমাধ্যম মারফত্ জানতে পেরেছেন।

আরও পড়ুন- কে 'আউট', কে 'ইন'? জেনে নিন মন্ত্রিসভার রদবদলের ভিতরের খবর

.