উরিতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, নিকেশ ৬ জইশ জঙ্গি

সেনার এই সাফল্যের পাশাপাশি একটি নতুন তথ্য ভাবাচ্ছে গোয়েন্দাদের। অনুপ্রবেশের চেষ্টায় পরিষ্কার, নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গিদের লঞ্চিং প্যাডগুলি ফের সক্রিয় হয়েছে।

Updated By: Jan 15, 2018, 01:19 PM IST
উরিতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, নিকেশ ৬ জইশ জঙ্গি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : হাড়কাঁপানো শীতেও সতর্ক ভারতীয় সেনা। কাশ্মীরের উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিলেন জওয়ানরা। বরফ আর কুয়াশার সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা পেরোনোর ছক করেছিল ছয় জইশ জঙ্গি। যদিও সেনার গুলি শিকার চিনে নিতে ভুল করেনি। নিকেশ করা হয়েছে ছয় জঙ্গিকেই।

আরও পড়ুন- ''আমার বাবার মৃত্যু নিয়ে দয়া করে রাজনীতি করবেন না,'' দাবি প্রয়াত বিচারপতি লোয়ার পরিবারের

তবে, সেনার এই সাফল্যের পাশাপাশি একটি নতুন তথ্য ভাবাচ্ছে গোয়েন্দাদের। অনুপ্রবেশের চেষ্টায় পরিষ্কার, নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গিদের লঞ্চিং প্যাডগুলি ফের সক্রিয় হয়েছে। ২০১৬-র সার্জিকাল স্ট্রাইকের পর সেগুলি সরিয়ে নিয়ে গিয়েছিল পাকিস্তান। কিছুটা হলেও কমেছিল অনুপ্রবেশ ও সীমান্তপারের সন্ত্রাস।  

চলতি বছর পয়লা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তার পরেও মনে করা হয়েছিল, কিছুদিনের জন্য অন্তত জঙ্গিদের মদত যোগানো বন্ধ রাখবে পাকিস্তান। কিন্তু, প্রজাতন্ত্র দিবসের আগে ভারতে নাশকতার চেষ্টায় রাশ টানতে রাজি নয় আইএসআই। ফলে, পাকিস্তান রয়েছে পাকিস্তানেই।

.