রাজৌরিতে সাতসকালে তুষারপাত, দেখুন ভিডিও
জম্মু-কাশ্মীরের বেশ কিছু এলাকায় আগামী কয়েকদিনে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব উত্তর ভারতের অন্য রাজ্যগুলিতে পড়তে পারে বলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: উত্তর ভারতের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। প্রায় প্রতিনিয়তই নামছে পারদ। প্রচণ্ড ঠান্ডার জেরে বিভিন্ন এলাকায় নানা সমস্যাও হচ্ছে।
আরও পড়ুন: তেলঙ্গানায় সরকার তৈরির ‘মূল কারিগর’ হবে বিজেপিই, দাবি গেরুয়া শিবিরের
এরই মধ্যে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় সোমবার সকাল থেকে ব্যপক তুষারপাত হল। এদিন সকাল থেকে তুষারপাত মূলত হয় রাজৌরি জেলার পিরপঞ্জাল এলাকায়।
#WATCH: Pir Panjal mountain range in Rajouri district receive fresh snowfall this morning. #JammuAndKashmir pic.twitter.com/FrwalWZBUK
— ANI (@ANI) December 10, 2018
ফলে এদিন সকাল থেকেই পর্যটকদের মধ্যে এই তুষারপাত ঘিরে ব্যপক উত্সাহ চোখে পড়ে। পর্যটকরা এ নিয়ে উত্সাহিত হলেও এর জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। গাড়ি চলাচলে সমস্যা হয়েছে।
আরও পড়ুন: ২০১৯-এর আগে এনডিএ-তে ফের ফাটল, মন্ত্রিত্বে ইস্তফা দিয়ে জোট ছাড়ার পথে উপেন্দ্র কুশওয়াহা
এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজৌরিতে আগামিদিনে তাপমাত্রা আরও কমবে। জম্মু-কাশ্মীরের বেশ কিছু এলাকায় আগামী কয়েকদিনে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব উত্তর ভারতের অন্য রাজ্যগুলিতে পড়তে পারে বলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে।