২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়বে সপা-বসপা জোট, মন্তব্য অখিলেশের

অখিলেশ জানান, মুলায়মজিও ওই জোটকে আর্শীবাদ করেছেন

Updated By: Apr 7, 2018, 11:49 PM IST
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়বে সপা-বসপা জোট, মন্তব্য অখিলেশের

নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিলই। এবার তা প্রকাশ্যে জানাল এক পক্ষ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ইউপিতে একসঙ্গে লড়াই করবে সপা-বসপা জোট। একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে এমনটাই জানালেন অখিলেশ ‌যাদব।

সম্প্রতি উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরক্ষপুরের উপনির্বাচনে জোট করে বিজেপিকে হারিয়েছে সপা ও বসপা। তার পরেই জল্পনা তৈরি হয়েছিল ‌যে গেরুয়া শিবিরকে হারাতে এবার লোকসভা নির্বাচনেও জোট হবে বুয়া-ভাতিজার।

আরও পড়ুন-এসপি-র সামনেই মনোনয়ন জমা দিচ্ছে মাওবাদীরা, অভিযোগ অনুব্রতর; পাল্টা মুকুলেরও

শনিবার ওই নিউজ চ্যানেলকে অখিলেশ জানান, ‘একটা বিষয় স্পষ্ট ‌যে আমরা অনেকটাই কাছাকাছি এসেছি। মুলায়মজিও ওই জোটকে আর্শীবাদ করেছেন।’ তবে এদিন অখিলেশ জানান, মায়াবতীর সঙ্গে তাঁর সরাসরি কথা হয়নি। কিন্তু বসপা-র কয়েকজন নেতা সপা নেতাদরে সঙ্গে কথা বলেছিলেন। তার পরেই গোটা বিষয়টি তাঁর কাছে আসে।

লোকসভা নির্বাচনে ‌যে বসপার সঙ্গে তিনি জোট বাঁধছেন তার একটা বার্তা দিয়েই রাখলেন অখিলেশ। তিনি জানান, ‘আগামী মাসে বিধান পরিষদের নির্বাচনে সপা অংশ নেবে না।’ ফলে মনে করা হচ্ছে বসপাকে একটা বার্তা দিতেই তা করছেন অখিলেশ।

.