বিহারে 'মহাগটবন্ধনজোট'-এ ফাটল, একলা চল নীতি 'অপমানিত' সমাজবাদী পার্টির

বিহারের 'জনতা পরিবারে' ফাটল। দিল্লিতে সাংবাদিক সম্মেলন ডেকে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রাম গোপাল বর্মা জানালেন ''বিহারের বিধানসভা নির্বাচনে একাই লড়বে সমাজবাদী পার্টি।'' 

Updated By: Sep 3, 2015, 07:22 PM IST
 বিহারে 'মহাগটবন্ধনজোট'-এ ফাটল, একলা চল নীতি 'অপমানিত' সমাজবাদী পার্টির

ওয়েব ডেস্ক: বিহারের 'জনতা পরিবারে' ফাটল। দিল্লিতে সাংবাদিক সম্মেলন ডেকে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রাম গোপাল বর্মা জানালেন ''বিহারের বিধানসভা নির্বাচনে একাই লড়বে সমাজবাদী পার্টি।'' 

যাদব জানিয়েছেন তাঁরা নির্বাচনে একাই লড়বেন এবং জোট নেতাদের নির্ধারিত আসনের তুলনায় বেশি আসনই তাঁরা জিতবেন। 

''প্রয়োজনে অনান্য কিছু দলের সঙ্গেও সমর্থনের জন্য কথা বলতে পারি আমরা। কিন্তু এখনই সে বিষয়ে নিশ্চিতভাবে কিছুই ঠিক হয়নি।'' মন্তব্য যাদবের। 

কেন জোট ত্যাগ করলেন তাঁরা? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এসপি-র সাধারণ সম্পাদক জানিয়েছেন ''আসন ভাগ করার সময় আমাদের কোনও মতামতই চাওয়া হয়নি। লালু ও নীতিশের এই আচরণে আমরা অতন্ত অপমানিত বোধ করছি।'' 

বিহারের বিধান সভা নির্বাচনে বিজিপির বিরুদ্ধে লড়াইয়ে ছ'টি রাজনৈতিক দলের মহাজোটের ভাঙনের দায় অবশ্য নিতে নারাজ সমাজবাদী পার্টি। রাম গোপাল যাদব মন্তব্য করেছেন ''আপনারাই (সংবাদ মাধ্যম) ঠিক করুন দোষটা আসলে কার। আমি কে এই বিষয়ে মন্তব্য করার?'' 

এর আগেই অবশ্য আসন বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সমাজবাদী পার্টি। পাটনায় ৩০ অগাস্টের 'মহাগটবন্ধনজোট'-এর জনসভায় অনুপস্থিত থেকে নিজের অসন্তোষ প্রকাশে এনে ছিলেন এসপি প্রধান মুলয়ম সিং যাদব। 

১২ অগাস্ট জনতা দল (ইউনাইটেড) ও আরজেডির যৌথ সাংবাদিক সম্মেলনে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যাদব মহাজোটের অংশীদারদের মধ্যে আসন বন্টনের কথা ঘোষণা করেন। লালু-নীতিশ নিজেদের দলের জন্য ১০০টি করে, কংগ্রেসের জন্য ৪০, এনসিপির জন্য ৩টি আসনে লড়ার কথা জানান। এই বণ্টনে সমাজবাদীর কপালে জুটেছিল ৫টি আসন। 

আর তাতেই খেপেছে মুলায়মের দল। এই সিদ্ধান্তের বিরোধীতা করে টানা ৪দিন ধর্নাও করে তারা। শেষ পর্যন্ত আজ জোট থেকে বেড়িয়ে আসার কথা ঘোষণাই করে দিল সমাজবাদী পার্টি। 

 

.