সরকারি চাকরি চান? ৪,৭২৬টি পদ খালি!

অফলাইনে আবেদনের টাকা জমা দেওয়া যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত!

Updated By: Dec 10, 2020, 02:22 PM IST
সরকারি চাকরি চান? ৪,৭২৬টি পদ খালি!

নিজস্ব প্রতিবেদন: সরকারি চাকরি পেতে চান? তা হলে এক্ষুনি ফর্ম ভরে ফেলুন। হাতে আর মাত্র পাঁচদিন! 

আবেদন জানানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর। এটা অনলাইন আবেদনের তারিখ। আগ্রহীরা 'এসএসসি সিএইচএসএল ২০২০' নোটিফিকেশনে 'লগ ইন' করলে বিস্তারিত খবর পাবেন। সেখানেই কোন কোন পদে কতজন নেওয়া হবে, কোন পদের কী ক্রায়টেরিয়ন, কত বেতন-- থাকছে সবই।  

স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে এটি ১০+২ লেভেলের পরীক্ষা। চাকরিপ্রার্থীদের 'এসএসসি.এনআইসি.ইন'-এ লগ ইন করতে বলা হচ্ছে। দু'টি ধাপে পরীক্ষা-- টায়ার-১ ও টায়ার-২। যাঁরা টায়ার-১ উত্তীর্ণ হবেন, তাঁরাই পরের ধাপের পরীক্ষার জন্য ডাক পাবেন। পরীক্ষার ফিজ অনলাইনে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেওয়া যাবে। অফলাইনে টাকা জমা দেওয়া যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত! ২০২১ সালের ১২-২৭ এপ্রিলের মধ্যে পরীক্ষার দিন ধার্য হবে। 

also read: মাতৃহারা বাবুল, কোভিড পার করেও শেষরক্ষা হল না

.