নারী পাচার ঠেকাতে ব্যর্থ, রাজ্যের সমালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর

নারী পাচার ঠেকাতে ব্যর্থ রাজ্য । সেকারণে রাজ্যের কড়া সমালোচনা করল কেন্দ্রীয় স্বরাষ্ট দফতর। রিপোর্টে জানা গেছে, দেড় বছরে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়েছে দুহাজার মহিলাকে । এরাজ্য থেকেও এক হাজারের বেশি মহিলাকে পাচার করা হয়েছে ভিন রাজ্যে।

Updated By: Jul 9, 2015, 10:24 PM IST
নারী পাচার ঠেকাতে ব্যর্থ, রাজ্যের সমালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর

ব্যুরো: নারী পাচার ঠেকাতে ব্যর্থ রাজ্য । সেকারণে রাজ্যের কড়া সমালোচনা করল কেন্দ্রীয় স্বরাষ্ট দফতর। রিপোর্টে জানা গেছে, দেড় বছরে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়েছে দুহাজার মহিলাকে । এরাজ্য থেকেও এক হাজারের বেশি মহিলাকে পাচার করা হয়েছে ভিন রাজ্যে।

যেসব থানা এলাকা দিয়ে পাচারের ঘটনা বেশি ঘটছে তার মধ্যে রয়েছে শালিমার, বনগাঁ,হাওড়া ও খড়্গপুর জিআরপি এলাকা এবং কলকাতার গিরিশ পার্ক ও শ্যামপুকুর থানা এলাকা।

বার বার সতর্ক করা সত্ত্বেও কেন নারী পাচারের ঘটনা  কমাতে পারছে না রাজ্য, এই প্রশ্নই তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।  পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্টও  তলব করেছে কেন্দ্র।

.