কালো টাকা চিহ্নিত করতে একধাপ এগোল আয়কর দফতর

কালো টাকা চিহ্নিত করার ক্ষেত্রে আরও একধাপ এগোল আয়কর দফতর। সন্দেহভাজনদের পাঠানো হল নোটিস। টাকা জমা দেওয়ার তারিখ, পুরনো নোটের পরিমাণ জানাতে হবে আয়কর দফতরকে। ওই টাকা কোথা থেকে এল তা নিয়ে প্রয়োজনীয় নথিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোট বাতিলের পর যাদের অ্যাকাউন্টে পাঁচশ, হাজারের পুরনো নোট অস্বাভাবিক সংখ্যায় জমা পড়েছে তাদেরই এই নোটিশ দেওয়া হয়েছে। আয়কর দফতর জানিয়েছে, আড়াই লক্ষের বেশি যারা জমা দিয়েছেন, তাদের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

Updated By: Nov 19, 2016, 10:56 PM IST
কালো টাকা চিহ্নিত করতে একধাপ এগোল আয়কর দফতর

ওয়েব ডেস্ক: কালো টাকা চিহ্নিত করার ক্ষেত্রে আরও একধাপ এগোল আয়কর দফতর। সন্দেহভাজনদের পাঠানো হল নোটিস। টাকা জমা দেওয়ার তারিখ, পুরনো নোটের পরিমাণ জানাতে হবে আয়কর দফতরকে। ওই টাকা কোথা থেকে এল তা নিয়ে প্রয়োজনীয় নথিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোট বাতিলের পর যাদের অ্যাকাউন্টে পাঁচশ, হাজারের পুরনো নোট অস্বাভাবিক সংখ্যায় জমা পড়েছে তাদেরই এই নোটিশ দেওয়া হয়েছে। আয়কর দফতর জানিয়েছে, আড়াই লক্ষের বেশি যারা জমা দিয়েছেন, তাদের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- নোট বাতিলের ধাক্কায় বন্ধ খবরের কাগজ

এদিকে, কালো টাকা হঠানোর অভিযানে দেশের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টয়লেট ডেতে এক সভায় মোদী বলেন, স্বচ্ছ অভিযানে যুব সমাজ সব সময় এগিয়ে এসেছে। তাঁর আশা, স্বচ্ছতার প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসবে যুব সমাজ।

আরও পড়ুন- বালিতে SBI ব্রাঞ্চের টাকা বদলের নিয়ম ভাঙার অভিযোগ

.