বিহারে শিয়ালদা রাজধানীতে পাথরহামলা, কাচ ভেঙে জখম ৬ যাত্রী
ট্রেন গয়া স্টেশনে পৌঁছলে বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান যাত্রীরা। সেখানেই আহত যাত্রীদের প্রাথমিক চিকিত্সা করা হয়। বদলানো হয় জানলার ভাঙা কাচগুলি।
নিজস্ব প্রতিবেদন: বিহারের মনপুরে বেনজির হামলার মুখে নয়া দিল্লি - শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। সোমবার গভীর রাতে ট্রেনের কামরা লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। পাথরের আঘাতে জখম ৬ যাত্রী।
সোমবার গভীর রাতে তখন বিহারের ওপর দিয়ে ছুটছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। ঘুমাচ্ছে গোটা ট্রেন। তখনই ট্রেন লক্ষ্য করে মুহুর্মুহু ছুটে আসে পাথর। পাথরের আঘাতে ভাঙে কামরার বেশ কয়েকটি জানলার কাচ। কাচের টুকরো ও পাথরের আঘাতে জখম হন ৬ জন যাত্রী।
Bihar: Unidentified miscreants pelted stones on Sealdah Rajdhani Express at Manpur Junction, at least 6 passengers injured. The glasses of the trains were later changed at Gaya Junction railway station. More details awaited. pic.twitter.com/93qyFdKWPP
— ANI (@ANI) May 29, 2018
ট্রেন গয়া স্টেশনে পৌঁছলে বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান যাত্রীরা। সেখানেই আহত যাত্রীদের প্রাথমিক চিকিত্সা করা হয়। বদলানো হয় জানলার ভাঙা কাচগুলি। বেশ কয়েকঘণ্টা পর শিয়ালদার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি।
বিরাম নেই দর বৃদ্ধিতে, কলকাতায় ৮১ টাকা ছাড়াল পেট্রোলের দর
এই ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিহার ও ঝাড়খণ্ডের রেলপথে এক সময় মাওবাদীদের উপদ্রব ছিল। সেই দিন ফিরতে চলেছে? প্রশ্ন কিন্তু উঠছেই।