কীভাবে বন্ধ হবে গোরক্ষকদের তাণ্ডব, রূপরেখা তৈরি করে দিল সুপ্রিম কোর্ট

Updated By: Sep 6, 2017, 01:21 PM IST
কীভাবে বন্ধ হবে গোরক্ষকদের তাণ্ডব, রূপরেখা তৈরি করে দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: গোরক্ষার নামে হিংসা রুখতে কেন্দ্র ও রাজ্যগুলিকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে প্রতিটি জেলায় পুলিশের একজন শীর্ষ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

গোরক্ষকদের মোকাবিলায় প্রতিটি রাজ্যকে সাতদিনের মধ্যে টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গোরক্ষার নামে ‌যারা আইন হাতে তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কা‌র্যকরী পদক্ষেপ করতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে। শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে, গোরক্ষকদের রুখতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার সাংবিধানিক অধিকার কি কেন্দ্রের রয়েছে?

অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, এই ধরনের ঘটনার মোকাবিলায় আইন আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র তখন বলেন, ”আমরা জানি আইন আছে। কিন্তু ব্যবস্থা কবে নেওয়া হবে? গোরক্ষার বাড়বাড়ন্ত আটকাতে পরিকল্পিত ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন, বফর্স ঘুষকাণ্ডে কংগ্রেসের অস্বস্তি বাড়ল, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

.