পেটে খিদে তাই সারোগেট মা হওয়ার হিড়িক, বাড়ছে মৃত্যুর আশঙ্কা

ভারতে ক্রমশ বাড়ছে সারোগেট মায়েদের সংখ্যা। গর্ভ ভাড়া দেওয়ার এই পেশা বেছে নিচ্ছেন মূলত গরিব মহিলারাই। অনেক ক্ষেত্রেই পয়সা রোজগারের নেশায় অবিবাহিত মেয়েরাও এগিয়ে আসছেন এই পেশায়। কিন্তু সঠিক চিকিত্‍সা আর সচেতনতার অভাবে, বারংবার গর্ভ ভাড়া দেওয়ার ফলে ক্রমশ মৃত্যুর মুখে ঢলে পড়েছেন অনেক সারোগেট মা-ই।

Updated By: Oct 1, 2013, 09:55 AM IST

ভারতে ক্রমশ বাড়ছে সারোগেট মায়েদের সংখ্যা। গর্ভ ভাড়া দেওয়ার এই পেশা বেছে নিচ্ছেন মূলত গরিব মহিলারাই। অনেক ক্ষেত্রেই পয়সা রোজগারের নেশায় অবিবাহিত মেয়েরাও এগিয়ে আসছেন এই পেশায়। কিন্তু সঠিক চিকিত্‍সা আর সচেতনতার অভাবে, বারংবার গর্ভ ভাড়া দেওয়ার ফলে ক্রমশ মৃত্যুর মুখে ঢলে পড়েছেন অনেক সারোগেট মা-ই।
অন্য কোনও নারীর ভ্রুণ নিজের গর্ভে ধারণ করে সন্তান জন্ম দেওয়ারই আরেক নাম সারোগেসি। ভ্রণ থেকে সন্তান জন্মানো পর্যন্ত মাঝখানের কাজটি সম্পন্ন হয় অন্য এক জন মায়ের গর্ভে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে। পৃথিবী জুড়ে এই ঐতিহ্য চালু হলেও ভারতবর্ষে ২০০২ সাল থেকে বাণিজ্যিক ভাবে শুরু হয় সারোগেট মাদারের কনসেপ্ট।
দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই পেশা। অর্থনৈতিক কারণে এখানে খুব অল্প টাকায় গর্ভ ভাড়া দিতে রাজি হয়ে যান মহিলারা। ব্যস্ত সেলিব্রিটিদের সন্তান জন্ম নেয় হতদরিদ্র গ্রামের কোনও অজ্ঞাত মায়ের গর্ভে।
 
 
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যে সব মহিলার অকাল গর্ভপাত হয়েছে কিংবা অস্ত্রোপচারে বাদ গিয়েছে জরায়ু, তাঁরাই সারোগেসির আশ্রয় নেন
বেশি। এ ছাড়াও রয়েছেন সমকামী দম্পতিরা।  
 
 
সারোগেসি জীবিকায় এই মুহূর্তে গুজরাটের আনন্দ এতটাই তাত্পর্যপূর্ণ হয়ে উঠেছে যে, দেশের সারোগেসি ক্যাপিটাল বলেও আখ্যা দেওয়া হচ্ছে আমূলের এই শহরকে। এখানকার মায়েরা নিজেদের গর্ভ ভাড়া দিয়ে সংসারের হাল ফেরাতে উদ্যোগী। এখানকার আকাঙ্ক্ষা ইনফার্টিলিটি ক্লিনিক ভারতের সবচেয়ে ব্যস্ত সারোগেসি সেন্টার।
প্রতি বছর প্রায় ১০০ সারোগেট মা সন্তানের জন্ম দিচ্ছেন এই ক্লিনিকে। কিন্তু উপযুক্ত চিকিত্‍সা ও সচেতনতার অভাবে ক্রমশ শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সব মায়েরা। বারবার মা হওয়ার ফলে দুর্বল হয়ে পড়ছেন তাঁরা। সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হলে
অনেক ক্ষেত্রেই মেলে না উপযুক্ত ক্ষতিপূরণ। চিকিত্‍সকরা অবশ্য বলছেন এতে খারাপের কিছুই নেই।
পৃথিবীর অন্যান্য দেশে সারোগেসি করতে লাগে কয়েক কোটি টাকা। সেখানে ভারতে খরচ হয় মাত্র ১৪ থেকে ২৫ লক্ষ টাকা। তাই বিশ্বের অনেক দম্পতিই বাবা-মা হতে আসছেন এখানে। অনেক সময়ই টাকার পরিমাণ নিয়ে বিরোধ বাধে সারোগেট মা ও দম্পতির মধ্যে। আবার সারোগেট মা হতে চেয়ে চরম অবনতিও হয়েছে অনেকের। কিন্তু তবুও চলছে এই ধরনের জন্মদান প্রক্রিয়া।

.