বেতন পেলেন না খোদ বিহারের উপমুখ্যমন্ত্রীই

বিহারের একটি দৈনিক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট দফতর। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Updated By: Mar 18, 2018, 02:09 PM IST
বেতন পেলেন না খোদ বিহারের উপমুখ্যমন্ত্রীই

নিজস্ব প্রতিবেদন : মাসের প্রথম ১৫ দিনের বেশি কেটে গেছে। তবুও ফেব্রুয়ারি বেতন এখনও হাতে পাননি বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। এই নিয়ে বেজায় চটেছেন তিনি ও রাজ্যের বিজেপি নেতারা। ইতিমধ্যেই বিহারের মুখ্যসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। বিহারের একটি দৈনিক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট দফতর। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, জম্মুতে মৃত্যু ৫ নাগরিকের

জানা গেছে, ১৪ মার্চ পর্যন্ত বেতনের টাকা পাননি সুশীল কুমার মোদী। খোঁজ নিয়ে জানতে পারেন, শুরু তিনিই নন, তাঁর দফতরের বেশ কয়েকজন কর্মীও বেতন পাননি। এরপরই ক্ষুব্ধ উপমুখ্যমন্ত্রী মুখ্যসচিবের কাছে এর কারণ জানতে চেয়ে একটি চিঠি লেখেন। চিঠিতে জানতে চাওয়া হয় কী সমস্যার জন্য এই বিলম্ব।

অন্যদিকে, চিঠি প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব ব্রিজেশ মেহেরোত্রা। তিনি বলেন, সংশ্লিষ্ট দফতরের কোনও কর্মী যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

.