বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন সম্ভবত আজই

আজই সম্ভবত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন অপারেশন। গত কয়েকমাসে বারবারই অসুস্থ হয়ে পড়েন তিনি। বহুদিন ধরে ডায়বেটিসে ভুগছেন। সপ্তাহে তিন বার করে ডায়ালিসিস চলত তাঁর। ১৬ নভেম্বর বিদেশমন্ত্রী নিজেই টুইট করে জানান, কিডনি বিকল হয়ে যাওয়ায়, হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।

Updated By: Dec 10, 2016, 09:41 AM IST
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন সম্ভবত আজই

ওয়েব ডেস্ক : আজই সম্ভবত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন অপারেশন। গত কয়েকমাসে বারবারই অসুস্থ হয়ে পড়েন তিনি। বহুদিন ধরে ডায়বেটিসে ভুগছেন। সপ্তাহে তিন বার করে ডায়ালিসিস চলত তাঁর। ১৬ নভেম্বর বিদেশমন্ত্রী নিজেই টুইট করে জানান, কিডনি বিকল হয়ে যাওয়ায়, হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।

গত মাসের ৭ তারিখে AIIMS-এ ভর্তি হন তিনি। চলছিল চিকিত্‍সা। সেইসঙ্গে ডোনারের খোঁজ। শেষপর্যন্ত চিকিত্‍সকদের তরফে জানানো হয়, একজন ডোনার মিলেছে যাঁর কিডনি সুষমা স্বরাজের দেহে প্রতিস্থাপিত হবে। ওই ব্যক্তির সঙ্গে অবশ্য বিদেশমন্ত্রীর কোনও পারিবারিক সম্পর্ক নেই। এইমসেই অপারেশন। ডাক্তারদের টিমে থাকছেন AIIMS-এর ডিরেক্টর এমসি মিশ্রা, সার্জেন ভিকে বনসল, সন্দীপ আগরওয়াল সহ আরও বেশ কয়েক জন।

.