নিজের স্ত্রীকে খুন করে উনুনে পুড়িয়ে ফেলার ঘটনায় প্রাক্তন কংগ্রেস নেতার ফাঁসি রদ, বদলে যাবজ্জীবন কারাদণ্ড

তন্দুর হত্যা মামলায় প্রাক্তন যুব কংগ্রেস নেতা সুশীল শর্মার মৃত্যুদণ্ড মকুব করল সুপ্রিম কোর্ট। ফাঁসির বদলে সুশীল কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল দেশের শীর্ষ আদালত। নিজের স্ত্রী নয়না সাহানিকে হত্যার জন্য এর আগে ট্রায়াল কোর্টে ফাঁসির সাজা হয়েছিল সুশীলের।

Updated By: Oct 8, 2013, 01:05 PM IST

তন্দুর হত্যা মামলায় প্রাক্তন যুব কংগ্রেস নেতা সুশীল শর্মার মৃত্যুদণ্ড মুকুব করল সুপ্রিম কোর্ট। ফাঁসির বদলে সুশীল কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল দেশের শীর্ষ আদালত। নিজের স্ত্রী নয়না সাহানিকে হত্যার জন্য এর আগে ট্রায়াল কোর্টে ফাঁসির সাজা হয়েছিল সুশীলের।
সুশীলের আইনজীবী দাবি করেন, এটি মোটেই বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। তাই এক্ষেত্রে মৃত্যুদণ্ড আদৌ যুক্তিযুক্ত নয়। যদিও সরকারি কৌঁসুলি এই আর্জি বিরোধিতা করলেও শেষপর্যন্ত সুপ্রিম কোর্ট সুশীলের মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দিল।
১৯৯৫-এর ৩ নভেম্বর রাতে গোলে মার্কেটে নিজের বাড়িতেই স্ত্রীকে খুন করে সুশীল। তারপর তার শরীর টুকরো টুকরো করে তন্দুর তৈরির উনুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে,এই সন্দেহে নয়নাকে খুন করে সুশীল।

.