তেলেঙ্গানা ইস্যু : রাজঘাটে অনশনে বসলেন চন্দ্রশেখর রাও

পৃথক তেলেঙ্গানার দাবিতে রবিবার সকাল থেকে রাজঘাটে অনশনে বসলেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে স্মারকলিপিও জমা দেবেন তিনি।

Updated By: Oct 2, 2011, 10:56 AM IST

পৃথক তেলেঙ্গানার দাবিতে আজ থেকে রাজঘাটে প্রতীকী অনশন শুরু করলেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে স্মারকলিপিও জমা দেবেন তিনি।
গতকালই দিল্লিতে পৌঁছে গিয়েছেন টিআরএস প্রধান। আজ বিভিন্ন দলের শীর্ষনেতাদের সঙ্গেও দেখা করবেন চন্দ্রশেখর রাও।
এদিকে, পৃথক তেলেঙ্গানার দাবিতে আন্দোলন আজ কুড়িদিনে পড়ল। আন্দোলন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। দ্রুত সমস্যার সমাধান করা হবে
বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে তেলেঙ্গানা ইস্যুতে সর্বদল বৈঠক ডাকা হতে পারে। গতকালও দীর্ঘ বৈঠকে সমস্যার কোনও সমাধান খুঁজে
পায়নি কেন্দ্রীয় সরকার। তেলেঙ্গানা ইস্যুতে আপাতত সময় কেনার পথেই হাঁটতে চাইছে কেন্দ্র। শুক্রবারই তেলেঙ্গানা নিয়ে কংগ্রেস কোর কমিটিতে একটি রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি
আজাদ। ইতিমধ্যেই, তেলেঙ্গানা ইস্যুতে অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা দিয়েছে।

.