সন্ত্রাসবাদীরা শহিদ, আমাদের ভাই, মন্তব্য বিজেপির জোটসঙ্গী বিধায়কের

কাশ্মীরের সন্ত্রাসবাদীদের শহিদের তকমা বিতর্কে জড়ালেন বিজেপির জোটসঙ্গী পিপলস ডেমোক্রেটিক পার্টির বিধায়ক আইজাজ আহমেদ পির। 

Updated By: Jan 11, 2018, 04:52 PM IST
সন্ত্রাসবাদীরা শহিদ, আমাদের ভাই, মন্তব্য বিজেপির জোটসঙ্গী বিধায়কের

ওয়েব ডেস্ক: কাশ্মীরের সন্ত্রাসবাদীদের শহিদের তকমা বিতর্কে জড়ালেন বিজেপির জোটসঙ্গী পিপলস ডেমোক্রেটিক পার্টির বিধায়ক আইজাজ আহমেদ পির। 

আইয়াজ আহমেদ পিরের কথায়, ''কাশ্মীরের সন্ত্রাসবাদীরা আমাদের ভাই। তাঁরা শহিদ। কয়েকজন নাবালক জানেই না, তারা কী করছে। সন্ত্রাসবাদীর মৃত্যুতে উত্সব করা উচিত নয়। বরং এটা আমাদের ব্যর্থতা।'' 

একইসঙ্গে পির বলেন,''সেনা জওয়ানরা মারা গেলেও আমাদের দুঃখ হয়। তাঁদের অভিভাবকদের সঙ্গে আমি সমব্যথী। তেমনই সন্ত্রাসবাদীদের মা-বাবাদের কথাও ভাবা উচিত।''   

আরও পড়ুন- রাজ্যসভায় আটকে বিল, তিন তালাক নিষিদ্ধ করতে অর্ডিন্যান্স আনছে কেন্দ্র

মেহবুবা মুফতির দল পিডিপি-র সঙ্গে জোট করে কাশ্মীরে সরকার চালাচ্ছে বিজেপি। তাদের জোটসঙ্গীর বিধায়কের এহেন মন্তব্যে মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। তা সামাল দিতে আসরে নামেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী  মুখতার আব্বাস নকভি। বলেন, ''কাশ্মীরের উন্নয়ন ও শান্তির পথে অন্তরায় সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীরা। কীভাবে তাঁরা আমাদের ভাই হতে পারে?'' 

.