মাতৃত্বের জয়গান গেয়ে বিশ্বসুন্দরী মানুষী

টপ ফাইভে পৌঁছানোর পর মানুষীকে জুরিরা প্রশ্ন করেন, তাঁর বিচারে কোন পেশা সর্বাধিক বেতন পাওয়ার যোগ্য বলে মনে হয়?

Updated By: Nov 19, 2017, 12:54 PM IST
মাতৃত্বের জয়গান গেয়ে বিশ্বসুন্দরী মানুষী
মা ও বাবার সঙ্গে মানুষি, ছবি সৌজন্যে টুইটার

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান। ২০০০ সালে বিশ্বসুন্দরী হয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। তারপর দীর্ঘদিন বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে ভারতকে ফিরতে হয়েছে খালি হাতেই। হরিয়ানার ২০ বছরের তরুণী মানুষি ছিল্লারের হাত ধরে সেই খরা কাটল। ২০১৭-র মিস ওয়ার্ল্ড হয়েছেন মানুষি ছিল্লার।

ডাক্তারির ছাত্রী মানুষি ছিল্লারের জীবনের লক্ষ্য কার্ডিয়াক সার্জেন হওয়া। তাঁর ইচ্ছা দেশের গ্রামীণ এলাকায় গরিব-দুঃস্থ মানুষদের জন্য নিখরচায় পরিষেবা প্রদানকারী হাসপাতাল তৈরি করা। শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী মানুষীর ঝোঁক রয়েছে  স্কুবা ডাইভিং, বাঞ্জি জাম্পিং, স্নোরকেলিংয়ের মত বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসেও। বিভিন্ন দেশের ১১৮ জন প্রতিদ্বন্দীকে হারিয়ে বিশ্বসুন্দরীর খেতাব উঠেছে তাঁর মাথায়। কিন্তু, জানেন কি? কোন প্রশ্নের উত্তরে সবাইকে পিছনে ফেলে দিলেন মানুষী?

টপ ফাইভে পৌঁছানোর পর মানুষীকে জুরিরা প্রশ্ন করেন, তাঁর বিচারে কোন পেশা সর্বাধিক বেতন পাওয়ার যোগ্য বলে মনে হয়? যাঁর উত্তরে মানুষী বলেন, "আমি মনে করি একজন মা-ই সর্বোচ্চ সম্মান পাওয়ার দাবি রাখে। বেতন মানে সবসময় শুধু টাকাপয়সা নয়। বরং একজন মানুষকে তুমি কতটা ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে ভরিয়ে রাখলে সেটাই আসল। আমার জীবনে সবচেয়ে বড় প্রেরণা আমার মা। প্রত্যেক মা-ই তাঁর সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তাই আমি মনে করি, মাতৃত্বের বেতন হওয়া উচিত সবচেয়ে বেশি।" বিচারকদের মন জিতে নেয় মানুষীর এই উত্তর।   

দেখুন সেই মুহূর্ত, কীভাবে বিশ্বের মন জিতে নিল ভারতীয় সুন্দরী-

আরও পড়ুন, মনুষী ছিল্লরের সাফল্যের কারণ মোদীর বেটি বাঁচাও প্রকল্প!

.