এই ব্যক্তির মানিব্যাগের ওজন ১৫ কেজি! জাননে কেন?

মানিব্যাগে রয়েছে মাত্র ২০ হাজার টাকা। কিন্তু মানিব্যাগের ওজন ১৫ কেজি‌! ভাবছেন এটা কীভাবে সম্ভব? ২০ হাজার টাকার ওজন আবার এত হয় নাকি!

Updated By: Nov 19, 2016, 06:30 PM IST
এই ব্যক্তির মানিব্যাগের ওজন ১৫ কেজি! জাননে কেন?

ওয়েব ডেস্ক: মানিব্যাগে রয়েছে মাত্র ২০ হাজার টাকা। কিন্তু মানিব্যাগের ওজন ১৫ কেজি‌! ভাবছেন এটা কীভাবে সম্ভব? ২০ হাজার টাকার ওজন আবার এত হয় নাকি!

আরও পড়ুন কেন্দ্র কি নোট বদল বন্ধ করে দেবে? অর্থমন্ত্রকের অলিগলিতে শোনা যাচ্ছে গুঞ্জন

সকালে ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন ৩৮ বছর বয়সী ইমতিয়াজ আলম। ৪ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর টাকা তোলার সুযোগ পান। কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার তাঁকে জানান যে, এত টাকা ব্যাঙ্কে নেই। নয়াদিল্লির ইমতিয়াজ আলম পেশায় পিআর এক্সিকিউটিভ। অতি দ্রুত তাঁর টাকার প্রয়োজন। তিনি তাঁর প্রয়োজনীয়তার কথা ব্যাঙ্ক ম্যানেজারকে জানান। তখন ব্যাঙ্ক ম্যানেজার তাঁকে জানান যে, এত পরিমান টাকা শুধুমাত্র ১০ টাকার কয়েনেই পাওয়া সম্ভব!

২০ হাজার টাকা ১০ টাকার কয়েনে! ভাবতে পারছেন! আবার একদিন ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়ানোর মতো সময় কিংবা এনার্জি না থাকার জন্য ইমতিয়াজ আলম ১০ টাকার কয়েনেই ২০ হাজার টাকা নিয়ে নেন। আর তাতেই তাঁর মানিব্যাগের ওজন হয়ে যায় ১৫ কেজি।

আরও পড়ুন ATM ব্যবহারে সাবধান! মেশিনের কীপ্যাডে থাকতে পারে ভয়ঙ্কর জীবানু

.