দেশে প্রথম যে রাজ্যে সব জেলায় চালু হচ্ছে সাইবার পুলিস স্টেশন

অনলাইনে নানা রকমভাবে প্রতারিত হচ্ছে মানুষ। মোবাইলে মিসড কল জ্বালাতন থেকে ক্রেডিট-ডেবিট কার্ড প্রতারণা। কিংবা হ্যাকিং, স্টকিং। দিন দিন বাড়ছে সাইবার ক্রাইম। কিন্তু পরিকাঠামোর অভাবে সাইবার ক্রাইম অপরাধীরা অবাধে চালিয়ে যাচ্ছে অপরাধ। আর তাই দেশের প্রথম রাজ্যে হিসেবে তাদের সব জেলায় সাইবার পুলিস স্টেশন খুলছে মহারাষ্ট্র।

Updated By: Nov 3, 2016, 01:17 PM IST
দেশে প্রথম যে রাজ্যে সব জেলায় চালু হচ্ছে সাইবার পুলিস স্টেশন

ওয়েব ডেস্ক: অনলাইনে নানা রকমভাবে প্রতারিত হচ্ছে মানুষ। মোবাইলে মিসড কল জ্বালাতন থেকে ক্রেডিট-ডেবিট কার্ড প্রতারণা। কিংবা হ্যাকিং, স্টকিং। দিন দিন বাড়ছে সাইবার ক্রাইম। কিন্তু পরিকাঠামোর অভাবে সাইবার ক্রাইম অপরাধীরা অবাধে চালিয়ে যাচ্ছে অপরাধ। আর তাই দেশের প্রথম রাজ্যে হিসেবে তাদের সব জেলায় সাইবার পুলিস স্টেশন খুলছে মহারাষ্ট্র।

আরও পড়ুন- কোন দেশে কত দিনের ভিসা পাবেন ভারতীয় নাগরিকরা?

রাজ্যের ৩৬টি জেলাতেই সাইবার পুলিস স্টেশনের পাশাপাশি ৫১টি সাইবার ক্রাইম ল্যাব খোলা হচ্ছে। এসব সাইবার ক্রাইম ল্যাবের মাধ্যমে অপরাধীদের ধরা সহজ হবে। আগামী বছর ২৬ নভেম্বর ৩৪টি সাইবার ল্যাবের উদ্বোধন করবেন। রাজ্যের বেশ কিছু শহরে অন্তত পাঁচটা করে সাইবার থানা তৈরির কথাও পরিকল্পনাও করা হচ্ছে।

আরও পড়ুন- কত বাড়ছে সাংসদদের বেতন

দেশের মধ্যে সবচেয়ে বেশি সাইবার অপরাধের অভিযোগ আসে মহারাষ্ট্রে। গত দু বছরে সাইবার ক্রাইম অনেক গুণ বেড়ে যায় এই রাজ্যে।

.