যৌন হেনস্থার লিখিত অভিযোগ জানালে এবার তিনমাসের ছুটি!

সংস্থার কোনও কর্মী যদি তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ জানান, তাহলে তিনমাসের ছুটি মিলতে চলেছে। সরকারি তরফেই এই ঘোষণা করা হয়েছে। তবে অভিযোগটি হতে হবে লিখিত। এমনকী, সেই তিনমাস তিনি সবেতন ছুটিই পাবেন। এই তিনমাস সময়ের পুরোটাই চলবে তদন্ত প্রক্রিয়া।

Updated By: Aug 10, 2016, 08:34 PM IST
যৌন হেনস্থার লিখিত অভিযোগ জানালে এবার তিনমাসের ছুটি!

ওয়েব ডেস্ক : সংস্থার কোনও কর্মী যদি তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ জানান, তাহলে তিনমাসের ছুটি মিলতে চলেছে। সরকারি তরফেই এই ঘোষণা করা হয়েছে। তবে অভিযোগটি হতে হবে লিখিত। এমনকী, সেই তিনমাস তিনি সবেতন ছুটিই পাবেন। এই তিনমাস সময়ের পুরোটাই চলবে তদন্ত প্রক্রিয়া।

বুধবার লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, মহিলা যেসব কর্মীরা যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন, তাঁরা লিখিত অভিযোগ জানিয়ে থাকলে, তদন্ত চলাকালীন তিনমাস সবেতন ছুটি পাবেন। তবে, সরকারের কাছে এধরনের যৌন হেনস্থার কোনও সেন্ট্রালাইজড ডেটাবেস নেই।

.