ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়, চূড়ান্ত সতর্কতা জারি পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে
বুধবার সন্ধ্যা থেকে প্রবল ধুলোঝড়ে বিধ্বস্ত রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তররাখণ্ড সহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের একধিক রাজ্য।
নিজস্ব প্রতিবেদন : ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়, সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। চার রাজ্যের জন্য প্রবল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী ৫ থেকে ৭ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা , বিহার, উত্তরপ্রেদেশ-সহ দেশের একাধিক রাজ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আগামী তিনদিন রাজ্যগুলির বাসিন্দাদের সাবধানে বাইরে বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে প্রবল ধুলোঝড়ে বিধ্বস্ত রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তররাখণ্ড-সহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের একধিক রাজ্য। ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ১২৫ জনের বেশি মানুষের, আহতের সংখ্যাও অনেক। আগাম তথ্য না থাকায় বড় ধরনের বিপর্যয় রোখা সম্ভব হয়নি। এবার সেখান থেকেই শিক্ষা নিয়ে আগাম সতর্কতা জারি করল প্রশাসন ও মৌসম ভবন।
Thunderstorm accompanied with squall very likely at isolated places over Uttarakhand, Rajasthan, Assam, Meghalaya, Nagaland, Manipur, Mizoram, Tripura, Sikkim,West Bengal. Heavy rain very likely at isolated places over Tamil Nadu,Kerala, Assam, Meghalaya & Tripura b/w 5th-7th May
— ANI (@ANI) May 4, 2018
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা , বিহার, উত্তরপ্রেদেশ ছাড়াও জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, দিল্লি, পঞ্জাব, কেরালা ও উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র শনিবারই এই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।