২৪ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল রাজধানী, সাতসকালেই আতঙ্ক দিল্লিতে

গতকাল বিকাল ৪.৩৭ মিনিট নাগাদ হঠাত কেঁপে ওঠে দিল্লি, গুরুগ্রাম, হরিয়ানার ঝাঝর সহ বেশ কয়েকটি এলাকা

Updated By: Sep 10, 2018, 09:55 AM IST
২৪ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল রাজধানী, সাতসকালেই আতঙ্ক দিল্লিতে

নিজস্ব প্রতিবেদন: রবিবারের পর ফের কাঁপল রাজধানী ও সন্নিহিত এলাকা।

গতকাল বিকাল ৪.৩৭ মিনিট নাগাদ হঠাত কেঁপে ওঠে দিল্লি, গুরুগ্রাম, হরিয়ানার ঝাঝর সহ বেশ কয়েকটি এলাকা। আর সোমবার সকাল ৬টা ২৮ মিনিট নাগাদ ফের কম্পন অনুভূত হয় দিল্লি ও মেরঠ সহ উত্তরপ্রদেশের বেশকিছু এলাকায়।

অারও পড়ুন-রাজীব হত্যাকারীদের মুক্তি দিতে রাজ্যপালের কাছে আর্জি জানাবে তামিলনাড়ু সরকার

গতকাল যে কম্পন হয়েছিল রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.২। সোমবার সেই মাত্রা গিয়ে দাঁড়াল রিখটার স্কেলে ৩.৬। কম্পনের কেন্দবিন্দু ছিল মেরঠ থেকে ৬ কিলোমিটার দূরে খারখাউদা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রির্পোট অনুযায়ী ভূমিকম্পের উপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

অারও পড়ুন-‘ঝোলেও আছে, অম্বলেও আছে’, বনধ ইস্যুতে মমতাকে কটাক্ষ অধীরের

সকালের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কম্পন টের পেয়েই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে চর্চা শুরু করে দেন মানুষজন।

.