কুলগামে এনকাউন্টারে খতম আল-বদরের আইইডি বিশেষজ্ঞ জিনাত
গত বছর হিজবুল মুজাহিদিন থেকে আল বদরে যোগ দেয় জিনাত। পুলিসের খাতায় তাকে এ প্লাস প্লাস ক্যাটিগরিতে রাখা হয়েছিল
নিজস্ব প্রতিবেদন: বহুদিন পর নিরাপত্তা বাহিনীর নাগালে এল আল বদর কমান্ডার জিনাত-উল- ইসলাম। শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হল ২ জঙ্গি। এদের মধ্যে রয়েছে আল বদর কমান্ডার জিনাত।
আরও পড়ুন-এর থেকে বড় লজ্জা আর নেই, শিলচরের বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া শ্রীজাতর
পুলিসের তরফে জানানো হয়েছে, শনিবার কুলগ্রামের কাটপোরায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর আসে নিরাপত্তা বাহিনীর কাছে। তাদের ধরতেই অপারেশন চালায় সেনা ও রাজ্য পুলিস। একসময় জঙ্গিদের ঘিরে ধরে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। তবে পাল্টা গুলি চালায় তারা। শুরু হয়ে যায় গুলির লড়াই। তাতেই নিহত হয় জিনাত।
আরও পড়ুন-হতাশ নই, ধাক্কা খেয়ে সপা-বসপা জোট নিয়ে মন্তব্য রাহুলের
গত বছর হিজবুল মুজাহিদিন থেকে আল বদরে যোগ দেয় জিনাত। পুলিসের খাতায় তাকে এ প্লাস প্লাস ক্যাটিগরিতে রাখা হয়েছিল। ২০১৫ সাল থেকে সে রাজ্য একাধিক নাশকতার সঙ্গে জড়িত ছিল বলে দাবি পুলিসের। আইইডি বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে দলে তার কদর ছিল বলে জানিয়েছে পুলিস। ওই এনকাউন্টারে আরও এক জঙ্গির মৃত্যু হয়।