Surge in Covid-19: ফের কোভিড সতর্কতা! কেন্দ্রীয় সরকারের জরুরি চিঠি রাজ্যগুলিকে

স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, কোভিড মোকাবিলায় ৯ জুনে ইস্যু করা স্ট্র্যাটেজি 'ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম মেকানিজমে'র সঙ্গেই চালু থাকবে।

Updated By: Jun 30, 2022, 06:27 PM IST
Surge in Covid-19: ফের কোভিড সতর্কতা! কেন্দ্রীয় সরকারের জরুরি চিঠি রাজ্যগুলিকে

নিজস্ব প্রতিবেদন: হঠাৎ করেই কোভিড সংক্রমণ লাফিয়ে বেড়েছে দেশে। ফলে সতর্কতা অবলম্বন করার কথাও বিভিন্ন স্তরে ভাবা হচ্ছে। ভাবনা শুরু হয়েছে সরকারি স্তরেও। 

সেই আবহেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করলেন। ৯ জুন কেন্দ্র একটি কোভিড-সতর্কতামূলক বিবৃতি প্রকাশ করেছিল। সেটা ছিল 'অপারেশনাল গাইডলাইনস ফর রিভাইজড সার্ভিলেন্স স্ট্র্যাটেজি অফ কোভিড-19' (Operational Guidelines for Revised Surveillance Strategy in context of COVID-19)। এরই সূত্রে আজ, ফের একবার কোভিড সতর্কতার কথা মনে করিয়ে দেওয়া হল রাজ্যগুলিকে।

স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, কোভিড মোকাবিলায় ৯ জুনে ইস্যু করা স্ট্র্যাটেজি 'ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম মেকানিজমে'র সঙ্গেই চালু থাকবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)      

আরও পড়ুন: Maharashtra New CM Eknath Shinde: মহারাষ্ট্রে মহানাটক! মুখ্যমন্ত্রী পদে 'বিদ্রোহী' একনাথ, সমর্থন বিজেপির

.