জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচনে ফের বামপন্থীদের জয়জয়কার

Updated By: Sep 10, 2017, 01:40 PM IST
জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচনে ফের বামপন্থীদের জয়জয়কার

ওয়েব ডেস্ক : ফের বামপন্থী সংগঠনগুলির জয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। আরএসএস-এর মতাদর্শে চালিত ছাত্র সংগঠন এবিভিপি-র প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়ে আরও একবার এই ছাত্র সংসদের দায়িত্ব নেল তারা। শনিবারের এই নির্বাচনে আগাগোড়াই আধিপত্য বজায় রাখে আইসা, এসএফআই ও বাপসা। এবিভিপির নিধি ত্রিপাঠীকে ৪৬৪ ভোটে হারিয়ে সংসদের সভাপতি হলেন বামপন্থী সংগঠনগুলির যৌথ মঞ্চের প্রার্থী গীতা কুমারী।

জয়ের পর সংবাদ সংস্থায় দেওয়া প্রতিক্রিয়ায় গীতা বলেন, ''বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ানো থেকে হোস্টেল প্রতিটি বিষয়েই নজর দেওয়া হবে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের হিতের জন্য লড়াই চলবেই।"

আরও পড়ুন- কমছে GST, দাম কমছে ৩০টি পণ্যের

বপসার জয়ী প্রার্থী সাবানা আলি বলেন, ''আমরা এই ফলে সাময়িকভাবে সন্তুষ্ট। তবে, আগামীদিনে শক্তি আরও বাড়াতে হবে।'' ছাত্র সংসদের সহ-সভাপতি হয়েছেন আইসার শিমনী জয়া খান। অন্যদিকে, ডুগ্গিরালা শ্রীকৃষ্ণ হয়েছেন সাধারণ সম্পাদক ও শুভাংশু সিং নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদ।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বৈধ ভোটের সংখ্যা ৪৬৩৯। সেখানে ভোট পড়েছে ৪৬২০। ১৯টি ভোট বাতিল হয়েছে।

.