ব্যাঙ্ক থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ অর্থ মন্ত্রকের
ব্যাঙ্ক থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ দিল অর্থ মন্ত্রক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সপ্তাহে কুড়ি হাজারের বদলে চব্বিশ হাজার টাকা তোলা যাবে। ATM থেকে টাকা তোলার ক্ষেত্রেও উর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে আড়াই হাজার টাকা।
ওয়েব ডেস্ক: ব্যাঙ্ক থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ দিল অর্থ মন্ত্রক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সপ্তাহে কুড়ি হাজারের বদলে চব্বিশ হাজার টাকা তোলা যাবে। ATM থেকে টাকা তোলার ক্ষেত্রেও উর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে আড়াই হাজার টাকা।
নোট বাতিলের পর থেকে সমস্যা বাড়ছিল। ব্যাঙ্কগুলির সামনে লম্বা লাইন। ATM গুলিতে টাকা নেই। তার ওপর ব্যাঙ্ক বা এটিএম থেকে দিনে টাকা তোলার উর্ধ্বসীমা দশ ও দুহাজারে বেঁধে দেওয়া। এই সব সিদ্ধান্তে জেরবার অবস্থা। বৃহস্পতিবার ব্যাঙ্ক খোলার পর থেকে নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। গ্রাহক সামলাতে ঘাম ছুটে গিয়েছে ব্যাঙ্ক কর্মীদেরও। সাধারণ মানুষকে আরেকটু সুরাহা দিতে এবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।
আরও পড়ুন- 'নোট বাতিলকারী' সরকারের বিরোধিতায় মমতা সিপিএম ও কংগ্রেসের যৌথ আক্রমণ
- ATM থেকে টাকা তোলার পরিমাণ ২ হাজার থেকে বেড়ে ২৫০০টাকা।
- প্রতি ব্যক্তি কার্ড পিছু দিনে ২৫০০ টাকা তুলতে পারবেন।
- একাধিক ব্যাঙ্কের ATM কার্ড থাকলে প্রতি কার্ডে ২৫০০ টাকা তোলা যাবে।
- টাকা বদলের ঊর্ধ্বসীমা ৪ হাজার থেকে বেড়ে হয়েছে সাড়ে ৪ হাজার টাকা।
- এবার ব্যাঙ্ক থেকে সপ্তাহে টাকা তোলার সর্বোচ্চ পরিমাণ ২০ হাজারের বদলে ২৪ হাজার টাকা করা হয়েছে।
- দিনে ১০ হাজার টাকা তোলার উর্ধ্বসীমা আর লাগু থাকছে না।
- অর্থাত্ একদিনে যে কেউ একটি অ্যাকাউন্ট থেকে এককালীন চব্বিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।